তপ্ত শিলিগুড়ি

মহকুমা পরিষদের ভোটের আগে অভিযোগ পাল্টা অভিযোগে তেতে উঠল শিলিগুড়ি। শনিবার রাত ৮টা নাগাদ মাটিগাড়া থানার মাউরিয়া বস্তি এলাকায় তৃণমূল নেতা দুর্লভ চক্রবর্তীর গাড়ি লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ওঠে।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১০
Share:

মহকুমা পরিষদের ভোটের আগে অভিযোগ পাল্টা অভিযোগে তেতে উঠল শিলিগুড়ি। শনিবার রাত ৮টা নাগাদ মাটিগাড়া থানার মাউরিয়া বস্তি এলাকায় তৃণমূল নেতা দুর্লভ চক্রবর্তীর গাড়ি লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, গুলি চালানোর পরে গাড়ির গতি বাড়িয়ে পালাতে গিয়ে গর্তে পড়ে দুর্লভবাবু বুকে ও মাথায় চোট পেয়েছেন। এই খবর ছড়াতেই শিবমন্দিরে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারধর করা হয় লোকাল কমিটির সম্পাদক অসীম চৌধুরী ও কর্মী অশোক রায়কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement