Duttapukur

দত্তপুকুরে সম্পত্তি নিয়ে বিবাদ দুই ভাইয়ের, দাদার মারে প্রাণ গেল ছোট ভাইয়ের

গুরুতর আহত অবস্থায় ভাই সুদিনকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় সুদিনের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ২৩:৩৮
Share:

মঙ্গলবার মৃত্যু হয় সুদিন ঘোষের। —প্রতীকী চিত্র।

দত্তপুকুর থানার জয়পুল পশ্চিমপাড়ায় জমি নিয়ে বিবাদ বাধে দুই ভাইয়ের। সেই অশান্তির জেরে মৃত্যু হল ছোটভাই সুদিন ঘোষের। অভিযোগ, সুদিনের জমিতে তাঁর দাদা লক্ষ্মণ ঘোষ একটি শৌচালয় নির্মাণ করতে গিয়েছিলেন। তাতে বাধা দিলে সুদিন এবং তাঁর বড় ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় সুদিনকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় সুদিনের।

Advertisement

প্রতিবেশীরা জানান, গত কয়েক বছর ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে অশান্তি। অভিযুক্ত লক্ষ্মণ মূলত ঝামেলা করতেন নিহতের পরিবারের সঙ্গে। প্রতিবাদ করলে মারধর করা হত। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে একাধিক বার। এ বার শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পরে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, পুলিশ কোনও পদক্ষেপ করেনি। মঙ্গলবার সুদিনের মৃত্যুর পরে পুলিশ তৎপর হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মণের সঙ্গে স্থানীয় কয়েক জন রাজনীতিকের যোগাযোগ ছিল। তাঁর ছেলে প্রীতম ঘোষ রাজ্য পুলিশে কর্মরত। ‘প্রভাব’ খাটিয়ে মৃতের পরিবারকে অত্যাচার করতেন তাঁরা, বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement