বঙ্গ পুরস্কারের অনুষ্ঠান হবে কি, জল্পনা নবান্নেই

জাতীয় স্তরে যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ২০১১ থেকে রাজ্য সরকার দিচ্ছে বঙ্গ সম্মান— বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ প্রভৃতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০৪:৩৮
Share:

—ফাইল চিত্র।

চলতি বছরে ‘বেঙ্গল-গ্লোবাল বিজনেস সামিট’ বা শিল্প সম্মেলন আগেই বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বঙ্গ সম্মান প্রদান অনুষ্ঠান এ বার হবে কি? জল্পনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। সরকারি সূত্রের খবর, পরিকল্পনা শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকলে এ বছরের বঙ্গ সম্মান প্রদান অনুষ্ঠান করবে না সরকার। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী বছর নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বঙ্গ সম্মান অনুষ্ঠান।

Advertisement

জাতীয় স্তরে যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ২০১১ থেকে রাজ্য সরকার দিচ্ছে বঙ্গ সম্মান— বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ প্রভৃতি। ক্রীড়া, চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য— বিভিন্ন ক্ষেত্রে যাঁরা বিশেষ অবদান রেখেছেন, সরকারি ভাবে তাঁদের এই পুরস্কার দিতে শুরু করেছিলেন মমতা। আট বছর ধরে নির্দিষ্ট দিনে বঙ্গ সম্মান অনুষ্ঠান হয়ে আসছে। ২০১১ সালে, সূচনার বছরে সেপ্টেম্বর নাগাদ এই অনুষ্ঠান হলেও পরের বছর থেকে ২০ মে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথগ্রহণের দিনেই বঙ্গ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।

এ বছর ওই অনুষ্ঠান নিয়ে সংশয়-জল্পনা কেন, তা নিয়ে দু’টি মত রয়েছে প্রশাসনের অন্দরে। একটি অংশের ব্যাখ্যা, গত আট বছর ধরে চলা বঙ্গ সম্মান কর্মসূচিতে রাজ্যের বেশির ভাগ কৃতী মানুষকে বঙ্গবিভূষণ অথবা বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছে রাজ্য সরকার। রাজ্যের গণ্ডি পেরিয়ে আশা ভোঁসলে, থাঙ্কমণি কুট্টির মতো জাতীয় স্তরের বিশিষ্ট শিল্পীদেরও সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী। এ বার লোকসভা নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতি তথা রাজ্য-রাজনীতির উপরে বেশ প্রভাব ফেলেছে। এ রাজ্যে বেশ খানিকটা শক্তি বেড়েছে বিজেপির। আইনশৃঙ্খলা-সহ নানা ক্ষেত্রে তার প্রভাবও দেখা যাচ্ছে নানা ভাবে। এই সব দিক বিচারবিবেচনা করেই এ বছর বঙ্গ সম্মান অনুষ্ঠান না-করার পরিকল্পনা করেছে সরকার।

Advertisement

যদিও এই তত্ত্ব মানতে নারাজ আধিকারিকদের অন্য একটি অংশ। তাঁদের যুক্তি, লোকসভা ভোটের জন্য এ বছর ২০ মে জাতীয় নির্বাচন কমিশনের জারি করা আদর্শ আচরণবিধি বলবৎ ছিল। ফলে সেই সময় এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব ছিল না। অন্য কোনও সময়ে সেই অনুষ্ঠান করতে হত। যে-হেতু ওই কর্মসূচির জন্য ২০ মে দিনটি নির্দিষ্ট রয়েছে, সেই জন্য আগামী বছর ফের এই অনুষ্ঠান করবে রাজ্য সরকার। প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘এর নেপথ্যে গভীর রহস্য খোঁজার কারণ নেই। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকায় ২০১৬ সালেও এই কর্মসূচি নির্ধারিত সময়ে করা যায়নি। তা বলে কি পরে আর করা হয়নি!’’

প্রশাসনিক মহলের অনেকেরই দাবি, উপযুক্ত সময়েই এই কর্মসূচির তারিখ নির্দিষ্ট করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন