primary school teachers tet

সরকারি স্কুলে কর্মরত প্রাথমিকের শিক্ষিক-শিক্ষিকাদের শুভেন্দু মারফত বার্তা পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

শনিবার বিজেপি কার্যালয় মুরলী ধর সেন লেনের দফতরের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তার কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২০:০৪
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মারফত সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বার্তা পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর বার্তাবহক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মুরলী ধর সেন লেনের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তার কথা জানান বিরোধী দলনেতা। তিনি জানান, এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি, বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে।

Advertisement

শুভেন্দু বলেন, ‘‘গতকাল বিহারে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সেখান থেকেই তাঁর সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলেছেন ভারত সরকারের পক্ষে।’’ তিনি আরও বলেন, ‘‘সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, তার প্রেক্ষিতে গোটা ভারতে সিনিয়র শিক্ষক-শিক্ষিকারা যেন অসুবিধায় না পড়েন, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই সেটা হবে।’’ শিক্ষামন্ত্রীর অনুমতি নিয়েই যে তিনি সাংবাদিক বৈঠকে এ কথা বলছেন, তা-ও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু।

বিরোধী দলনেতার কথায়, ‘‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী এই বিষয়টি দেখছেন। শিক্ষামন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, তারা আইনি পথেই চলবেন। তবে উনি যে আইনি ‘টার্ম’টি আমাকে বলেছেন, তা আমি বলব না। তা একটি লিগ্যাল টার্ম। উনি আমাকে শিক্ষক-শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলেছেন।’’ প্রসঙ্গত, কর্মরত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা টেট-উত্তীর্ণ নন, তাঁদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, চাকরি রাখতে গেলে টেট পাশ হতেই হবে। শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এ বার সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকার জন্য নিজেদের অবস্থান জানাল কেন্দ্রীয় সরকারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement