কুটাবের অভিযানে উত্তেজনা

আংশিক সময়ের শিক্ষকদের বিক্ষোভকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা তৈরি হল সল্টলেকের ময়ূখ ভবনের মোড়ে।এ দিন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর (কুটাব) সদস্যেরা বিকাশ ভবন অভিযান করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০৩:১১
Share:

আংশিক সময়ের শিক্ষকদের বিক্ষোভকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা তৈরি হল সল্টলেকের ময়ূখ ভবনের মোড়ে।

Advertisement

এ দিন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর (কুটাব) সদস্যেরা বিকাশ ভবন অভিযান করেন। ময়ূখ ভবন মোড়ের কাছে তাঁদের পথ আটকায় পুলিশ। সংগঠনের রাজ্য সভাপতি শ্রীদাম ঘোষের অভিযোগ, সম কাজে সম বেতন ও পূর্ণ সময়ের কাজের স্বীকৃতির দাবিতে এ দিন শান্তিপূর্ণ মিছিলকে ঘিরে শুরু থেকেই পুলিশ কটূক্তি করছিল। তার প্রতিবাদ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ ব্যারিকেড টপকাতে গেলে তাঁকে টানতে টানতে পুলিশের একটি গাড়ির মধ্যে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে জ্ঞান হারালে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে তাঁকে দেখতে গেলে বলা হয়, পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশ গ্রেফতারির কথা ঘোষণা করেনি।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক নেতা তরুণ নস্কর এবং ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ। এক পুলিশকর্তা জানান, লাঠিচার্জ বা মারধর করা হয়নি। গৌরাঙ্গ মাথায় আঘাত নিয়েই বিক্ষোভে এসেছিলেন। তিনি ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে ধরে নিয়ে গাড়িতে বসায়। ওই গাড়ির জানলা দিয়ে তিনি বেরোনোর চেষ্টা করতে থাকেন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement