West Bengal DGP Appointment

রাজীব কুমারের পর ডিজি কে? নিয়োগ নিয়ে আইনি জট বাড়ল! ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে ইউপিএসসি

রাজ্য পুলিশে বর্তমানে কোনও স্থায়ী ডিজি নেই। ‘ভারপ্রাপ্ত’ বা ‘অস্থায়ী’ ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। কয়েক দিন পরেই তিনি অবসর নেবেন। রাজীবের সরকারি বিদায় সংবর্ধনার দিনও স্থির হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১২:০৪
Share:

পুলিশ আধিকারিককে পদক পরাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছনে রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার। —ফাইল চিত্র।

রাজীব কুমারের পরে কে হবেন রাজ্য পুলিশের পরবর্তী ডিজি? তা নিয়ে আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল। আগামী বৃহস্পতিবারের মধ্যে পরবর্তী ডিজি হিসাবে তিন জনের নামের প্যানেল রাজ্য সরকারের কাছে পাঠানোর কথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর। এরই মধ্যে ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল তারা। ইউপিএসসি-র বক্তব্য, ট্রাইবুনালের নির্দেশ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী এক নির্দেশের পরিপন্থী।

Advertisement

রাজ্য পুলিশে বর্তমানে কোনও স্থায়ী ডিজি নেই। ‘ভারপ্রাপ্ত’ বা ‘অস্থায়ী’ ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা। বৃহস্পতিবার তাঁর সরকারি বিদায় সংবর্ধনার দিন স্থির হয়েছে। এরই মধ্যে ইউপিএসসি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়ায় রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ ঘিরে আইনি জট আরও বৃদ্ধি পেল।

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট) গত ২১ জানুয়ারি রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য প্রস্তাবিত নামের তালিকা ইউপিএসসি-কে পাঠাবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারির মধ্যে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে। তার পরে প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারির মধ্যে তা রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে।

Advertisement

কিন্তু ক্যাটের এই নির্দেশ নিয়ে আপত্তি রয়েছে ইউপিএসসি-র। এ প্রসঙ্গে ২০০৬ সালের প্রকাশ সিংহ বনাম কেন্দ্রীয় সরকারের এক মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কথাও উল্লেখ করেছে তারা। ওই রায়ে পুলিশ বিভাগে সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ ছিল। সেই রায়ের কথা উল্লেখ করে ইউপিএসসি-র দাবি, পুলিশ নিয়োগকে রাজনৈতিক এবং আধিকারিক স্তরের হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্যই ওই বিধিগুলি তৈরি করা হয়েছিল। কিন্তু যে ভাবে সময়সীমা বেঁধে এই প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ লঙ্ঘন হয়েছে বলেই মনে করছে তারা। সেই কারণেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

গত ২১ জানুয়ারি ট্রাইবুনালের নির্দেশের পরে, সেই দিনই রাজ্য সরকার আট জন আইপিএস অফিসারের প্রস্তাবিত নামের তালিকা দিল্লিতে পাঠিয়ে দেয়। ইউপিএসসি-কে পাঠানো ওই তালিকায় রাজীব (বর্তমান ডিজি), রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তের নাম রয়েছে।

রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন তিনি। ডিজি নিয়োগের বিধি অনুযায়ী, মালবীয় অবসরের সময়ে যে আট জন রাজ্য পুলিশের সিনিয়র আইপিএস ছিলেন, তাঁদের নামই পাঠানো হয়েছে প্রস্তাবিত তালিকায়। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীবও পড়েন। তাই তাঁর নামও পাঠাতে হয়েছে রাজ্য সরকারকে। প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য, সেই প্রশাসনিক কারণেই রাজীবের নাম ওই তালিকায় পাঠানো হয়। তার অর্থ এই নয় যে, রাজীবকেই আবার ডিজি করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement