দিন কয়েক আগে লক্ষ্মীনারায়ণপুরে খুন হয়েছিলেন এক ব্যবসায়ী। দোষীরা ধরা না পড়ায় রবিবার ঢোলাহাট থানা ভাঙচুর করে আগুন ধরাল এলাকার কিছু লোক। পুলিশের কয়েকটি মোটরবাইক এবং একটি জিপে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে ইট ছোড়া হয়। জখম তিন পুলিশকর্মী। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে দু’পক্ষের সংঘর্ষ হয়। শেষমেশ র্যাফ নামে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের এক কর্তা জানান, ওই খুনের ঘটনায় দোষীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী খুনের পরে দেহ আটকে বিক্ষোভ দেখানো হয়েছিল। পুলিশ গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। থানায় খুনের অভিযোগ দায়ের হলেও নির্দিষ্ট কারও নামে হয়নি।