CPM Leader Nepaldeb Bhattacharjee

দল থেকে বহিষ্কৃত হয়েও ফিরেছিলেন দলে, প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত

প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার বেশি রাতে কলকাতায় বাইপাসের ধারের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ০৮:৫১
Share:

প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। — ফাইল চিত্র।

প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার গভীর রাতে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

Advertisement

ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। সিপিএমের ছাত্রশাখা এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা। দলের ছাত্রশাখায় তিন মেয়াদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি। প্রথম দুই মেয়াদকালে তাঁর সঙ্গে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি ছিলেন বর্তমানে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি। তৃতীয় মেয়াদকালে তাঁর সঙ্গে ছাত্র সংগঠনের সর্বভারতীয় সভাপতি ছিলেন প্রয়াত বাম নেতা সীতারাম ইয়েচুরি। বন্ধু নেপালদেবের মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে কলকাতায় ছুটে আসেন বেবি। বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা দফতরে পৌঁছে নেপালদেবকে শেষ শ্রদ্ধা জানান সিপিএম সাধারণ সম্পাদক।

এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তীর কথায়, “নেপালদাই এসএফআইয়ের ইতিহাসে অন্যতম সফল সাধারণ সম্পাদক, যিনি গোটা দেশে ঘুরে ঘুরে সংগঠন বিস্তারে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন।”

Advertisement

১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দলবিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে আদ্যোপান্ত বামমনস্ক নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। পরবর্তী সময়ে দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে আবার দলে ফিরে এসেছেন এবং সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন, এমন নজির খুব একটা নেই। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র জগতেও আনাগোনা ছিল তাঁর। যে সময়ে সিপিএম থেকে বহিষ্কৃত ছিলেন নেপালদেব, ওই সময়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। পরিচালক নেপালদেবের নির্মিত ‘চাকা’ সিনেমায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement