প্রতারণার মামলা দ্রুত মেটাতে দাবি

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, আরএসপি-র অশোক ঘোষ, মনোজ ভট্টাচার্যেরা এ দিনের সভায় আমানতকারী ও এজেন্টদের সুবিচার পাওয়ার দাবিতেই সরব হয়েছেন। সারদা মামলার আইনজীবী বিকাশ ভট্টাচার্য ভুক্তভোগী মানুষের কাছে আহ্বান জানিয়েছেন জেলাশাসক থেকে মহকুমাশাসকের দফতর প্রয়োজনে ঘেরাও করার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ০৩:৩৭
Share:

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার প্রতারণার মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে ভুক্তভোগীদের জমায়েতে ভিড় উপচে পড়ল। আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চের আয়োজনে মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে এই সমাবেশ হয়। গত বছর বিধানসভা নির্বাচনের পরে বিরোধী নেতারা মঞ্চে আছেন, এমন কোনও জমায়েতে এত ভিড় দেখা যায়নি। শুনানির সময় বাড়িয়ে আদালত যাতে ওই সব মামলার দ্রুত মীমাংসা করে, তার জন্য কলকাতা হাইকোর্টে এ দিন দাবিপত্র জমা দেন সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা।

Advertisement

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, আরএসপি-র অশোক ঘোষ, মনোজ ভট্টাচার্যেরা এ দিনের সভায় আমানতকারী ও এজেন্টদের সুবিচার পাওয়ার দাবিতেই সরব হয়েছেন। সারদা মামলার আইনজীবী বিকাশ ভট্টাচার্য ভুক্তভোগী মানুষের কাছে আহ্বান জানিয়েছেন জেলাশাসক থেকে মহকুমাশাসকের দফতর প্রয়োজনে ঘেরাও করার। তাঁর যুক্তি, আদালত নির্দেশ দিলেও ওই সব সংস্থার সম্পত্তি বিক্রি করে টাকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব প্রশাসনের। পাশাপাশিই বিকাশবাবুর প্রশ্ন, ‘‘খবরের কাগজে দেখি বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী রোজ কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছেন। হাইকোর্টে আরও বিচারপতি নিয়োগের জন্য তাঁকে কখনও দাবি তুলতে দেখা যায় না কেন? আরও বিচারপতি ও পরিকাঠামো পেলে মামলার নিষ্পত্তি এগোবে এবং তাতে ওঁদের বিপদ বাড়বে বলেই কি নীরবতা?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement