Durgapur Rape Case

গোপন জবানবন্দি হয়ে গেলেই দুর্গাপুরের ‘নির্যাতিতা’কে ওড়িশা নিয়ে যাওয়ার ভাবনা বাবার, কথা বললেন শুভেন্দুর সঙ্গে

সোমবার দুর্গাপুরে যান শুভেন্দু। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ‘নির্যাতিতা’র বাবা। দু’জনের কথোপকথনের একটি ভিডিয়োও সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে শুভেন্দুর ফেসবুক পেজে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১২
Share:

শুভেন্দু অধিকারী (বাঁ দিকে)-র সঙ্গে কথা বলছেন দুর্গাপুরের ‘নির্যাতিতা’র বাবা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এখন গোপন জবানবন্দির জন্য অপেক্ষা করছেন তাঁরা। তা মিটে গেলেই দুর্গাপুরের ‘নির্যাতিতা’কে ওড়িশা নিয়ে যাওয়ার কথা ভেবে রেখেছেন তাঁর বাবা। এ কথা তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানিয়েছেন। শুভেন্দুও জানান, তিনি বড় অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেবেন।

Advertisement

মেয়েকে যাতে ওড়িশায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর কাছে তিনি অনুরোধ করেছেন বলে রবিবার জানিয়েছিলেন ‘নির্যাতিতা’র বাবা। এ-ও ওড়িশার মুখ্যমন্ত্রী তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। সোমবার দুর্গাপুরে যান শুভেন্দু। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ‘নির্যাতিতা’র বাবা। দু’জনের কথোপকথনের একটি ভিডিয়োও সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে শুভেন্দুর ফেসবুক পেজে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, শুভেন্দু প্রথমে ‘নির্যাতিতা’র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তাঁর বাবার কাছে। বাবা জানান, তাঁর মেয়ে আগের চেয়ে স্থিতিশীল। শুভেন্দু তাঁকে পরামর্শ দেন, যদি আরও ভাল ভাবে চিকিৎসার প্রয়োজন থাকে, তা হলে যেন ‘নির্যাতিতা’কে ওড়িশায় নিয়ে যাওয়া হয়। ‘নির্যাতিতা’র বাবা জানান, তিনি সে রকমই ভেবে রেখেছেন। এখন মেয়ের গোপন জবানবন্দির জন্য অপেক্ষা করছেন। শুভেন্দু তাঁকে জানান, ওড়িশায় যাতে সব রকমের ব্যবস্থা থাকে, সে বিষয়ে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী এবং সে রাজ্যের আর এক বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলে নেবেন।

Advertisement

শুভেন্দু ‘নির্যাতিতা’র বাবার কাছে জানতে চান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন কি না। জবাবে ‘নির্যাতিতা’র বাবা বলেন, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি।’’

দুর্গাপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দুপুর আড়াইটে নাগাদ তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন। স্টেশনে তিনি বলেন, ‘‘গোটা ঘটনা নিয়ে আমি খবর নিয়েছি। আমি নির্যাতিতার সঙ্গে কথা বলতে যাচ্ছি। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement