Durgapur Rape Case

‘সোনার বাংলা সোনার থাকুক, আমরা চলে যাচ্ছি, আর আসব না’! মন্তব্য দুর্গাপুরে ‘ধর্ষিতা’র বাবার, বার্তা মুখ্যমন্ত্রী মমতাকেও

সহপাঠী বন্ধুর বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলেছেন ‘নির্যাতিতা’র বাবা। মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর সেই সহপাঠীকে বুধবার আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৬:১২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (ডান দিকে) উদ্দেশে বার্তা দিলেন দুর্গাপুরের ‘নির্যাতিতা’র বাবা (বাঁ দিকে)।

দুর্গাপুরকাণ্ডের ‘নির্যাতিতা’কে নিয়ে ওড়িশায় ফিরে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন বাবা। সে কথা আরও একবার জানিয়ে এ বার তিনি বললেন, ‘‘সোনার বাংলা সোনার হয়ে থাকুক। আমরা ওড়িশা চলে যাচ্ছি। আর ফিরে আসব না।’’ কবে তাঁরা ওড়িশায় ফিরে যাচ্ছেন, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। তাঁর মেয়ে যাতে ন্যায়বিচার পান, সেই অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

Advertisement

বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ‘ধর্ষিতা’র সহপাঠী-বন্ধুও রয়েছেন, যাঁর সঙ্গে রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হয়েছেন ডাক্তারি ছাত্রী।

সহপাঠী বন্ধুর বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলেছেন ‘নির্যাতিতা’র বাবা। মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর সেই সহপাঠীকে বুধবার আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বুধবারই ফের সিবিআই তদন্তের দাবি তুললেন ‘নির্যাতিতা’র বাবা। তিনি বললেন, ‘‘সিবিআই তদন্ত তো চাই। তবে সবটাই বাংলার সরকারের উপর নির্ভর করছে।’’

Advertisement

‘নির্যাতিতা’র বাবা বলেন, ‘‘অনেক আশা-ভরসা করে, মেয়েকে ডাক্তার করার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। আমার মেয়ের ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গিয়েছে। আমরা আর এখানে আসব না।’’ মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন। এটাই আমার অনুরোধ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement