Subhabrata Chakraborty

Subhas Chakraborty: সুভাষ-স্মরণে

ছাত্র সংগঠন এসএফআইয়ের উদ্যোগে প্রয়াত নেতার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ০৪:৪৯
Share:

লেকটাউনে সুভাষ-সম্মান। —নিজস্ব চিত্র।

অতিমারি পরিস্থিতিতে এ বার সশরীর হাজিরায় কেন্দ্রীয় কোনও কর্মসূচি হল না প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর মৃত্যুবার্ষিকীতে। ছাত্র সংগঠন এসএফআইয়ের উদ্যোগে প্রয়াত নেতার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। সংগঠনের রাজ্য কমিটির আয়োজিত সভায় বক্তা ছিলেন অধ্যাপক চমন লাল এবং এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটির আয়োজিত সভায় বক্তৃতা করেছেন দীপ্সিতা ধর। লেকটাউন বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। সিপিএম নেতারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন অংশের বিশিষ্ট জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement