তালিকা সংশোধনে বেশি সময় চায় শাসক

অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে দূরে সরিয়ে ভিন্‌ রাজ্যের ভোটারদের সুযোগ করে দেওয়ার দাবি তুলেছে বিজেপি।  আগামী ১ সেপ্টেম্বর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার কথা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০২:৩২
Share:

প্রতীকী ছবি।

আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শেষ করা হত ২১ দিনে। এ বার সেটা প্রায় তিন গুণ থেকে বাড়িয়ে ৬১ দিন করা হয়েছে। তার মধ্যে উৎসব মরসুম থাকায় সময়টা আরও বাড়ানোর দাবি তুলেছে তৃণমূল। আর অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে দূরে সরিয়ে ভিন্‌ রাজ্যের ভোটারদের সুযোগ করে দেওয়ার দাবি তুলেছে বিজেপি।
আগামী ১ সেপ্টেম্বর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার কথা। তা শেষ হবে ৩১ অক্টোবর। এই নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করে রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর। ভোটার তালিকা সংশোধনে মূল ভূমিকা আমজনতার। উৎসবের মধ্যে সেই কাজ চললে মানুষ তাতে কী ভাবে যোগ দেবেন, এ দিন সেই প্রশ্নই তুলেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই জন্যই সময় আরও বাড়ানোর দাবি তুলেছে রাজ্যের শাসক দল।
রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাব বলেন, ‘‘ভোটার তালিকার কাজ শুরু হোক। পরবর্তী কালে আরও পরামর্শ এলে তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।’’
এই সব বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি রাজ্য বিজেপি। এ দিনের বৈঠকে ছিলেন বিজেপির রাজ্য নেতা প্রভাকর তিওয়ারি। তিনি বলেন, ‘‘অনু্প্রবেশকারীদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ যায়, তার বন্দোবস্ত করতে বলেছি। ভিন্‌ রাজ্যের যে-সব বাসিন্দা এখানে দিনের পর দিন থাকেন, তাঁদের নামও তুলতে দিতে হবে তালিকায়।’’
মুখ্য নির্বাচনী অফিসার আরিজ জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য যে-সব নিয়মবিধি আছে, তা মেনেই সব কাজ হবে।
বৈঠক শেষে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব দাবি করেন, সব বুথে বিএলও (বুথ লেভেল অফিসার)-দের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ‘‘নিয়মকানুন সব আমরা মানব। কিন্তু ভোটের দিন মানুষ যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে কমিশনকে,’’ বলেন কংগ্রেসের সৌম্য আইচ রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন