আরম্ভ দেওয়াল লিখনও

উত্তর মালদহের বামনগোলা ব্লকে মৌসমের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছে দলেরই ছাত্র সংগঠনের নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মালদহ শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩৮
Share:

উদ্যম: নুরের নামে প্রচার শুরু। —নিজস্ব চিত্র।

লোকসভা ভোট এখনও ঘোষণা হয়নি। কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ মৌসম নুরকে উত্তর মালদহের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার মৌসমের সমর্থনে শুরু হয়ে গেল দেওয়াল লিখন। উত্তর মালদহের বামনগোলা ব্লকে মৌসমের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছে দলেরই ছাত্র সংগঠনের নেতারা। রাজ্যে প্রথম প্রার্থীর নাম দিয়ে প্রচার শুরু বলে দাবি করেছেন বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব।

Advertisement

২৮ জানুয়ারি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর। আর ওই দিনই উত্তর মালদহের প্রার্থী হিসেবে মৌসমের নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরে মৌসম মালদহে সভা করেন। তার পরেই দেওয়াল লিখন শুরু হয়ে যায়। এমনকি, ফ্লেক্সও ছাপানো হয়ে গিয়েছে বলে দাবি করেছেন বামনগোলা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাহেব খান। তিনি বলেন, “এ বারের লোকসভা নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ ব্লকে অন্যতম ভূমিকা পালন করবে।” দলীয় কর্মীদের উচ্ছ্বাস দেখে খুশি মৌসমও। তিনি বলেন, “দলের কর্মীরা ভোট প্রচার শুরু করে দেওয়ায় আমার খুবই ভাল লাগছে। বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আমাকে সংবর্ধনা দিচ্ছেন। সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ব সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ঠেকানোর জন্য।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন