‘জলে’ গেল দিলীপের ‘পুণ্য-ডুব’

ত্যয়ী কণ্ঠে সাংবাদিকদের বললেন, ‘‘আজ আমি যে ডুব দিলাম, এর পরে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষেই রায় আসবে। আজকেই রায় হবে। যথাসময়ে যাত্রা শুরু হবে। বাংলার মানুষের ইচ্ছাপূরণ হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০৩:৫৮
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র

সকালে পুণ্যের ডুব দিয়ে বিকেলে পাপের খোঁচা হজম করতে হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে! মকর সংক্রান্তির ভোরে বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে ডুব দিলেন দিলীপবাবু। ডুব দিয়ে উঠে হাসিমুখে, প্রত্যয়ী কণ্ঠে সাংবাদিকদের বললেন, ‘‘আজ আমি যে ডুব দিলাম, এর পরে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষেই রায় আসবে। আজকেই রায় হবে। যথাসময়ে যাত্রা শুরু হবে। বাংলার মানুষের ইচ্ছাপূরণ হবে।’’ তৃণমূলের উদ্দেশে কটাক্ষও হানলেন, ‘‘সবারই স্নান করা উচিত। যাঁরা ক্ষমতায় (রাজ্যে) আছেন তাঁদের তো আগে স্নান করা উচিত। বেশির ভাগ পাপ তো ওঁরাই করছেন!’’

Advertisement

কয়েক ঘণ্টা পরেই আদালতের রায় সামনে এল। দেশ জানল, বিজেপির রথের চাকা এ রাজ্যে গড়াবে না। এ বার পাল্টা চিমটি দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর টিপ্পনী, ‘‘তৃণমূলের কাছে জয়দেব নতুন কিছু নয়। বারো মাস আমাদের লোকেরা জয়দেবে স্নান করেন। উনি (দিলীপ) অনেক পাপ করেছেন। তাই স্নান করতে এসেছেন।’’ বীরভূমের তারাপীঠ থেকে একটি রথের সূচনা করার কথা ছিল অমিত শাহের। তার পাল্টা হিসাবে এরই মধ্যে খোল-করতাল নিয়ে কীর্তনদলকে ব্লকে ব্লকে নামিয়ে দিয়েছেন অনুব্রত। রথ বেরোয়নি ঠিকই। কিন্তু, কীর্তন-যাত্রা শুরু হয়ে গিয়েছে রমরমিয়ে। অনুব্রত তাই বলেছেন, ‘‘স্নান করলেও ওঁর (দিলীপের) পাপ খণ্ডন হবে না। পাপ খণ্ডন তখনই হবে, যখন মাথা ন্যাড়া করে, মাথায় ঘোল ঢেলে বীরভূমের গোটা পীঠস্থান ঘুরবেন!’’

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ অবশ্য কলকাতায় বলেছেন, ‘‘মন থেকে না হলেও আদালতের রায় মানতে আমাদের হবেই। তবে রাজ্য সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গোয়েন্দা রিপোর্ট তৈরি করে কোর্টকে বিভ্রান্ত করেছে। আমাদের যাত্রা হলে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার যে আশঙ্কা রাজ্য ব্যক্ত করেছে, তা থেকেই স্পষ্ট, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলার অবস্থা বাম জমানার থেকেও খারাপ।’’ রাহুলবাবুর আরও দাবি, ‘‘আমাদের যাত্রা আটকে কি বিজেপি-কে আটকানো যাবে? রাজ্য সরকার গণতন্ত্রের কণ্ঠরোধের যে চেষ্টা করল, তার জবাব মানুষই দেবে।’’

Advertisement

পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ, বুধবার দলের রাজ্য দফতরে বৈঠকে বসবে বিজেপি। রাহুলবাবুর দাবি, রাজ্য জুড়ে সভা এবং মিছিল হবে। জাতীয় স্তরের নেতা এবং অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেগুলিতে যোগ দেবেন। শাহও আসবেন কোনও কোনও সভায়।

বিজেপি জানিয়েছিল, ২৯ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নরেন্দ্র মোদী ব্রিগে়ডে সমাবেশ করবেন। এ দিন রাহুলবাবু জানান, আপাতত মোদীর ব্রিগেড সমাবেশ হচ্ছে না। তবে পরে তিনি একাধিক সভা করবেন এ রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন