Migrant Workers Harassment

উদ্ধার কয়েকশো শ্রমিক

রাজ্য পুলিশের এক কর্তা জানান, আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় পুলিশ নথি এবং তথ্য জোগাড় করে। তার পরে তা পাঠিয়ে দেওয়া হয় ভিন্‌ রাজ্যের পুলিশের কাছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৮:৪৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিস্তারিত তথ্য এবং নথি পাঠিয়ে ভিন‌্ রাজ্যের পুলিশের সন্দেহের তালিকায় থাকা কয়েকশো পরিযায়ী শ্রমিককে কাজে ফেরাল রাজ্য পুলিশ। যার মধ্যে রয়েছে হরিয়ানার গুরুগ্রাম, ওড়িশার ঝাড়সুগুদা ও গুজরাতের সুরাত। যেখানে রাজ্যের কয়েকশো শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল সেই রাজ্যের পুলিশ। নবান্ন সূত্রের খবর, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরে গত শুক্রবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত হাজারের বেশি ফোন এসেছিল।

রাজ্য পুলিশের এক কর্তা জানান, আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় পুলিশ নথি এবং তথ্য জোগাড় করে। তার পরে তা পাঠিয়ে দেওয়া হয় ভিন্‌ রাজ্যের পুলিশের কাছে। ওই ভাবে গত দু’দিনে কয়েকশো পরিযায়ী শ্রমিককে ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামে যাঁদের আটক করা হয়েছিল, তাঁদের রাখা হয়েছিল ডিটেনশন সেন্টারে। যার মধ্যে এ রাজ্যের ছাড়া অসমের কয়েকশো শ্রমিক ছিলেন। নবান্ন থেকে যোগাযোগ করার পর এ রাজ্যের শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। সুরাতে যে ১১ জনকে আটক করা হয়েছিল, তাঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন