WBCHSE

২৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

এ বার নজিরবিহীন ভাবে পরীক্ষাকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ২০:৪৪
Share:

২৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। —ফাইল চিত্র।

আগামী ২৭ মে, সোমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ওই দিন সকাল ১০টার সময় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। জানানো হয়েছে, ফল ঘোষণার পর ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।

Advertisement

চলতি মাসের ২১ মে মাধ্যমিক পরীক্ষারও ফল প্রকাশ হয়ে যাবে। মনে করা হচ্ছিল, ভোটের কারণে উচ্চ মাধ্যমিকের ফল পিছিয়ে যেতে পারে। এ বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ১৩ মার্চ।

এ বার নজিরবিহীন ভাবে পরীক্ষাকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। প্রশ্ন ফাঁস রুখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে ‘মোবাইল ডিটেকটর’ যন্ত্র দিয়ে তল্লাশি করা হয়েছিল পরীক্ষার্থীদের। এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা মোবাইল আনলে ভেনু ইনচার্জের কাছে তা জমা রাখতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement