WEST BENGAL

জয়েন্টের ফলপ্রকাশ, প্রথম দুর্গাপুরের সোহম, দ্বিতীয় কলকাতার তমোজিৎ

মেধাতালিকায় প্রথম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি। দ্বিতীয় হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০১৯ ১৬:০৪
Share:

বৃহস্পতিবারের নিজস্ব চিত্র।

রাজ্য জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষার ফল প্রকাশিত হল। মেধাতালিকায় প্রথম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি। দ্বিতীয় হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায়। হেমশীলা মডেল হাইস্কুলেরই আর এক কৃতী ছাত্র কৌস্তভ সেন তৃতীয় স্থানে রয়েছেন।

Advertisement

সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র, কলকাতার বাসিন্দা অঙ্গীকার ঘোষাল হয়েছেন চতুর্থ। পঞ্চম স্থানে রয়েছেন অর্ক দাস। সোনারপুরের বাসিন্দা অর্ক সারদা বিদ্যাপীঠের ছাত্র। ষষ্ঠ হয়েছেন স্নেহিন সেন। দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক)-এর ছাত্র। বার্নপুর রিভারসাইটস স্কুলের ছাত্র বিনীত রাজ সপ্তম হয়েছেন। অষ্টম স্থানে রয়েছে রিশভ আগরওয়াল। পূর্বাঞ্চল বিদ্যামন্দির সল্টলেকের ছাত্র রিশভ। নবম অভিনব দত্ত, সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্র। দশম স্থানে রয়েছেন হেমশীলা মডেল স্কুলের ছাত্র শুভজ্যোতি ঘোষ।

www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in –এই দু’টি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের ৩০২টি কেন্দ্রে গত ২৬ মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশন বোর্ডের পরীক্ষা নেওয়া হয়। ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

Advertisement

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে সর্বত্র পুরভোট চায় তৃণমূল​

আরও পড়ুন- আইএএস-দের প্রশিক্ষণ নিতে ছাড়ছে না রাজ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন