বিদ্যুতে আয় বৃদ্ধি কী ভাবে, রিপোর্ট আজ

ক্ষতি কমিয়ে আয় বাড়ানোর পথ খুঁজতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বিদ্যুৎ ভবনের অন্দরমহলে তোড়জোড় চলছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তাদের আয় বাড়ানোর নির্দিষ্ট রূপরেখা জমা দিতে বলা হয়েছে। আজ, মঙ্গলবার সংস্থার ডিরেক্টরদের কাছ থেকে সেই সব রিপোর্ট জমা পড়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৫:২৭
Share:

ক্ষতি কমিয়ে আয় বাড়ানোর পথ খুঁজতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বিদ্যুৎ ভবনের অন্দরমহলে তোড়জোড় চলছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তাদের আয় বাড়ানোর নির্দিষ্ট রূপরেখা জমা দিতে বলা হয়েছে। আজ, মঙ্গলবার সংস্থার ডিরেক্টরদের কাছ থেকে সেই সব রিপোর্ট জমা পড়ার কথা।

Advertisement

মুখ্যমন্ত্রী সম্প্রতি বিদ্যুৎ দফতরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন। সেখানে তিনি জানিয়ে দেন, বিদ্যুৎ সংস্থাগুলিকে আগে ক্ষতির বহর কমাতে হবে। যে-সব জায়গায় খরচ কমানোর সুযোগ আছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে দ্রুত। গৃহস্থ, কৃষি, শিল্প যেখানে যত বিদ্যুৎ-সংযোগ দেওয়া বাকি রয়েছে, তা-ও দ্রুত দেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, সংস্থার পরিচালন উৎকর্ষ বাড়াতে হবে এবং তার জন্য দক্ষ কর্মীদের পুরস্কৃত করতে বিশেষ নীতি তৈরি করতে হবে।

বিদ্যুৎ কর্মীদের বিভিন্ন সংগঠনের বক্তব্য, সংস্থার রাজস্ব-ক্ষতির দায় শুধু তাদের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে না। রাজ্য জুড়ে দেদার বিদ্যুৎ চুরি ঠেকানোর ক্ষমতা রাজ্য প্রশাসনের হাতে রয়েছে। সেই কাজে তাদের কর্মীরা প্রশাসনের কাছ থেকে বিশেষ সহযোগিতা পায় না। সরকারি দফতরগুলিও বিদ্যুৎ বিলের টাকা সময়মতো মেটায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement