Mamata Banerjee

Mamata Banerjee: পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন! আমাদের সময়ে ভাবতেও পারতাম না, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার মাধ্যমিকের থেকেও বেশি। শিক্ষা সংসদের কর্তারা জানান, যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁরা কোনও ভাবেই পাশের যোগ্য নন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ০৫:৫৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

তাঁদের সময়ে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হলে পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলনের কথা তাঁরা ভাবতে পারতেন না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণেশ্বরের মন্দিরে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, “ফেল করেছি, অথচ আমাকে ওঠাতে হবে। এ কেমন কথা? কখনও শুনিনি এমন। আমাদের সময়ে এটা আমরা ভাবতেও পারতাম না। আসলে যারা ওঁদের গাইড করছে, এটা তাদের দোষ।”

Advertisement

এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার মাধ্যমিকের থেকেও বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা জানান, যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁরা কোনও ভাবেই পাশের যোগ্য নন। পড়াশোনার প্রস্তুতি শুরু না-করে ওঁরা কী ভাবে আন্দোলনে নেমেছেন, সেই প্রশ্ন উঠছে। সংসদের সভাপতি চিরঞ্জীববাবু জানান, এ বার প্রতিটি বিভাগে অনেক বেশি প্রশ্ন ছিল। ফলে প্রশ্ন বাছাইয়ের সুযোগও ছিল অনেক বেশি। যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁদের বেশ কয়েক জনের খাতা পুনরায় দেখা হয়েছে। চিরঞ্জীববাবুর দাবি, অকৃতকার্য পরীক্ষার্থীরা যে-নম্বর পেয়েছেন, সেই নম্বরও অনেক সহানুভূতির সঙ্গে দেওয়া হয়েছে।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন, “গত বছর করোনা পরিস্থিতি ছিল। সেই সময় ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিল। কিন্তু সেই পরিস্থিতিকে স্ট্যান্ডার্ড বলে ধরা হবে বলে যারা ভাবছে, তারা ভুল ভাবছে। এখন স্বাভাবিক পরীক্ষা ব্যবস্থায় আমরা ফিরতে চাইছি। সেখানে সকলেই পাশ করবে, এমন আশা করা যায় না।”

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন