State News

কনকনে ঠান্ডা চলবে কলকাতায়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

কলকাতায় গত শীতে সবচেয়ে কম তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সেটা ছিল ২৭ ডিসেম্বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৭
Share:

এই মরসুমে কিন্তু লম্বা ইনিংস খেলার জন্যেই তৈরি হয়ে এসেছে উত্তুরে হাওয়া। ছবি: সংগৃহীত।

কনকনে ঠান্ডাতেই ইংরেজি নববর্ষকে বরণ করবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার ছিল মরসুমের শীতলতম দিন। এ দিন কলকাতায় পারদ নেমেছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেশ খানিকটা নামতে পারে। কলকাতায় দু’-এক দিনের মধ্যে ১০ ডিগ্রির নীচে পারদ নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই। আর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শৈত্যপ্রবাহ চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

গত কয়েক বছরের শীতের ইনিংস খুব একটা লম্বা ছিল না। কনকনে ঠান্ডাও বেশি দিন স্থায়ী হয়নি। মেরেকেটে সপ্তাহ খানেকের একটু বেশি। কলকাতায় গত শীতে সবচেয়ে কম তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সেটা ছিল ২৭ ডিসেম্বর। মূলত হালকা শীতবস্ত্রেই কেটে গিয়েছিল শহরের।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই মরসুমে কিন্তু লম্বা ইনিংস খেলার জন্যেই তৈরি হয়ে এসেছে উত্তুরে হাওয়া। ২৫ ডিসেম্বরের আগে থেকেই ধীরে ধীরে তাপমাত্রা নামছে। বর্ষবরণেও এমন মনোরম আবহাওয়া থাকবে। তাই ৩১ তারিখ রাতে কনকনে ঠান্ডাতে বর্ষাবরণের জন্যে তৈরি থাকুন। নতুন বছরের প্রথম সপ্তাহে পারদ চড়ার তেমন কোনও সম্ভাবনা নেই, এমনই জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পুরুলিয়াতে এ দিন ৭ ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ। বাঁকুড়ায় ৮.৯। বীরভূমের শ্রীনিকেতনে এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭, বর্ধমানে ৭.৮, দিঘায় ৮.৯, পানাগড়ে ৭.৫, কলাইকুণ্ডায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭। ব্যারাকপুরে ৭.১। ডায়মন্ডহারবারে ৯.৭ ডিগ্রি। বহরমপুরে ৮.৪।

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: সিকিমে তুষারপাতে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনা

আরও পড়ুন: উঠল রোদ্দুর, আজও ঠান্ডায় জমজমাট দার্জিলিং

কলকাতায় দু’-এক দিনের মধ্যে ১০ ডিগ্রির নীচে পারদ নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই। ছবি: সংগৃহীত।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ক’দিন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।

ঝলমলে রোদ এবং পাহাড়ে তুষারপাতের কারণে দক্ষিণের জেলাগুলিতে উত্তুরে বাতাস অবাধে ঢুকছে। আর এর জেরেই নামছে তাপমাত্রা।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেররাজ্যবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন