weather

Weather updates: তাপমাত্রা নামল বেশ খানিকটা, বইছে হিমেল হাওয়ার পরশ, শীতের আমেজ রাজ্য জুড়ে

শনিবার কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। রাজ্যে উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ। সকাল এবং সন্ধ্যার পর শীতশীত ভাব অনুভূত হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১০:৩৮
Share:

শনিবার কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। গোটা রাজ্যেই শীতশীত ভাব লক্ষ করা যাচ্ছে। ফাইল চিত্র

কোনও সংশয় নেই। শীত আসছে। পারদ পতন অব্যাহত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। রাত বাড়লেই তরতরিয়ে নামছে তাপমাত্রা। বইছে হিমেল হাওয়া। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। এ সবই বলে দিচ্ছে বাংলায় শীত প্রায় চলে এসেছে।

Advertisement

শনিবার কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে বলে গত সপ্তাহে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এ-ও জানিয়েছিল, এখন শীত না এলেও কালীপুজো পর্যন্ত সকালে শীতশীত ভাব মিলবে। সেই কথা সত্যি করে উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা অনেকটাই নেমেছে রাজ্যে। সঙ্গী হিমেল পরশ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। দার্জিলিঙে পারদ নেমেছে ৭.৯ ডিগ্রিতে। পুরুলিয়ায় ১৫.১ ডিগ্রি, বাঁকুড়ায় ১৬.৪, বর্ধমানে ১৭ এবং দিঘায় ১৭.৮ ডিগ্রি।
আনুষ্ঠানিক ভাবে রাজ্যে এখনও শীত আসেনি বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবু বেলা বাড়লেও গরম খুব বেশি পড়ছে না। মনোরমই থাকছে আবহাওয়া।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি থাকবে। দার্জিলিঙে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এখন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ শুষ্ক ও শীতলই থাকবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন