সব্যসাচীর বিল আটকাল বিধানসভা

বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের অ্যাপোলো হাসপাতালের মেডিকেল বিল আটকে দিল বিধানসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০৪:১৭
Share:

বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের অ্যাপোলো হাসপাতালের মেডিকেল বিল আটকে দিল বিধানসভা।

Advertisement

হাতে চোট পেয়েছিলেন সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্ত। অ্যাপোলো গ্লেনেগেলসে চিকিৎসা করান তিনি। এক্স-রে, প্লাস্টার-সহ চিকিৎসা বাবদ ২২ হাজার টাকার বিল হয়। বিধায়করা তাঁদের ব্যক্তিগত ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচের পুরোটা ফেরত পান বিধানসভা থেকে। সেই মতো ওই বিল বিধানসভায় পেশ করেছিলেন সব্যসাচী। কিন্তু বিলটি খুঁটিয়ে পরীক্ষা করে বিধানসভার সচিবালয়ের তরফে সব্যসাচীকে জানানো হয়েছে, যা চিকিৎসা হয়েছে তাতে এত খরচ হওয়ার কথা নয়। হাসপাতাল ৯ হাজার টাকার মতো বেশি বিল করেছে বলে তাঁরা সব্যসাচীকে জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, ওই টাকা বাদ দিয়ে তারা বাকি টাকা পরিশোধ করবেন।

বিধানসভার এই বক্তব্যে আপত্তি বিধাননগরের মেয়রের। তাঁর মতে, ‘‘এতে আমার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।’’ তাঁর বক্তব্য, ‘‘প্লাস্টার বাবদ ন’হাজার টাকায় আপত্তি তুলেছে বিধানসভা। হাসপাতাল যা বিল দিয়েছে, সেটাই জমা দিয়েছি। আমি তো আর ভুয়ো বিল তৈরি করিনি!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement