Asim Ghosh

হরিয়ানার হবু রাজ্যপাল অসীমের বাড়িতে শমীক, পূর্বসূরিকে দিলেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বই

শনিবার সকালে অসীমের হাওড়ার বাড়িতে গেলেন শমীক। হরিয়ানার হবু রাজ্যপালের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। শুভেচ্ছা জানান নতুন দায়িত্বের জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৫:৫৩
Share:

হরিয়ানার হবু রাজ্যপাল অসীম ঘোষের (ডান দিকে) সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (মাঝে)। ছবি: সংগৃহীত।

হরিয়ানার হবু রাজ্যপাল অসীম ঘোষের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য! সোমবার হরিয়ানার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার কথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীমের। শনিবারই হরিয়ানায় পৌঁছাচ্ছেন তিনি। তার আগে শনিবার সকালে অসীমের হাওড়ার বাড়িতে গেলেন শমীক। হরিয়ানার হবু রাজ্যপালের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। শুভেচ্ছা জানান নতুন দায়িত্বের জন্য। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতার বইও শমীক উপহার দেন হরিয়ানার হবু রাজ্যপালকে।

Advertisement

হরিয়ানার রাজ্যপাল হিসাবে অসীমের নাম গত সোমবারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বঙ্গ বিজেপির নতুন সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণের পর থেকে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন শমীক। উত্তরবঙ্গে দলীয় কর্মসূচির পরে তিনি চলে আসেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বঙ্গসফর সংক্রান্ত কর্মসূচিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলেন শমীক। শুক্রবার রাতে কলকাতায় ফেরেন তিনি। এর পরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বিজেপির রাজ্য সভাপতি পৌঁছে যান হাওড়ায় অসীমের বাড়িতে।

অসীমকে ‘শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা’ বইটি উপহার দেন শমীক। অসীমের স্ত্রীও বাড়িতেই ছিলেন সেই সময়। বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডেও মঙ্গলবার অসীমের বাড়িতে যান। তাঁদের সঙ্গে যান রাজ‍্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সংগঠন সম্পাদক সতীশ ঢোন্ডও। নতুন দায়িত্বের জন্য অসীমকে অভিনন্দন জানান তাঁরাও। হরিয়ানার হবু রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি নেতারা।

Advertisement

হরিয়ানার হবু রাজ্যপাল অসীম ঘোষের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন বিজেপি নেতারা। ছবি: সংগৃহীত।

এই নিয়ে পশ্চিমবঙ্গ থেকে চতুর্থ কোনও ব্যক্তি রাজ্যপাল হিসাবে দায়িত্বগ্রহণ করছেন। অতীতে কংগ্রেস জমানায় সিদ্ধার্থশঙ্কর রায় পঞ্জাবের রাজ্যপাল হয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ীর আমলে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বিষ্ণুকান্ত শাস্ত্রী উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন। নরেন্দ্র মোদীর জমানায় বিজেপির আরও এক প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কেও প্রথমে ত্রিপুরা এবং পরে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement