Durga Puja 2021

Durga Puja 2021: জৌলুসহীন বিজেপির পুজো

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ০৭:৪৭
Share:

ফাইল চিত্র।

দুর্গোৎসবের মঞ্চেও ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা অব্যাহত রাখল বিজেপি। সোমবার দুর্গাপুজোর ষষ্ঠীর দিন ইজ়েডসিসি-তে তাদের আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ। সেখানে অনুষ্ঠান-মঞ্চে শুভেন্দু অভিযোগ করেন, “এ রাজ্যে সনাতনী ঐতিহ্য আক্রান্ত।” তার পরেই দুর্গার কাছে তাঁর প্রার্থনা, “সনাতন ধর্মের উপর আক্রমণকারী শত্রুদের বিনাশ করে আমরা যেন গেরুয়া ধ্বজ তুলতে পারি।” শুভেন্দুর এই প্রার্থনায় লোকসভায় তৃণমূলের সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “বাংলার মানুষকে সনাতন ধর্ম কোনও নব্য যোগীর কাছ থেকে শিখতে হবে না। ধর্মের নামে বিভাজনের ধ্বজাধারীরা এখানে বরাবর প্রত্যাখ্যাত হয়েছে। আবার হবে।” তাৎপর্যপূর্ণ হল, বিজেপির তরফে দুর্গাপুজো করায় আপত্তি ছিল দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেছিলেন, “পুজো করা রাজনৈতিক দলের কাজ নয়।” ঘটনাচক্রে, এ দিন ইজ়েডসিসি-তে ওই দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ যাননি। তিনি কলকাতার বাইরে ছিলেন। বিজেপি-র রাজ্য নেতৃত্ব দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে ওই পুজো উদ্বোধন করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু নড্ডা সময় দিতে পারেননি। গত বার অবশ্য বিধানসভা ভোটের আগে ইজ়েডসিসি-তে ধুমধাম করে দুর্গাপুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল বিজেপি। সে বার ষষ্ঠীতে ভার্চুয়াল পদ্ধতিতে সেই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement