Vijaya Dashami

বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মোদী থেকে মমতা, তবে সবার আগে বার্তা দিয়ে টেক্কা দিলেন কে?

বাংলায় অসুর নিধনের যে বিজয়োৎসব, সেই বিজয়া দশমীকে দেশ জুড়ে দশেরা হিসাবেই পালন করা হয়। রাম-রাবনের যুদ্ধে রাবনের পরাজয়ের উৎসব এই দিন। আবার পাহাড়ে দিনটিকে পালন করা হয় দশাইন নামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১১:৪৫
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

দুর্গাপুজোর বিদায়ের সুরেই মিশেছে শুভেচ্ছার ঢল। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছার আদানপ্রদান। শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেক শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও। বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর জন্য সমাজমাধ্যমকেই বেছে নিয়েছেন প্রত্যেকে। মঙ্গলবার সকাল ৮টা থেকেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নিজেদের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বেরা। তবে দুর্গাপুজোর দশমীর সবার প্রথম শুভেচ্ছাবার্তাটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসেনি।

Advertisement

মঙ্গলবার সকাল ৮টায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা। এর পর ঠিক সকাল ৯টায় দশেরার শুভেচ্ছাবার্তা এবং সকাল ১০টায় দশাইনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় অসুর নিধনের যে বিজয়োৎসব, সেই বিজয়া দশমীকে দেশ জুড়ে দশেরা হিসাবেই পালন করা হয়। রাম-রাবণের যুদ্ধে রাবণের পরাজয়ের উৎসব এই দিন। মন্দের উপর ভালর বিজয়। আবার নেপালিরা বা ভারতের গোর্খা সম্প্রদায় এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটিকে পালন করা হয় দশাইন নামে। বাংলার মুখ্যমন্ত্রী এই তিন উৎসবেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। দশেরা এবং দশাইনের শুভেচ্ছাবার্তায় দুষ্টের পরাজয়ের এবং শিষ্টের উত্তরণের বার্তা দিয়েছেন তিনি। তবে বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘‘আবার এসো মা।’’

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য আলাদা আলাদা ভাবে শুভেচ্ছাবার্তা দেননি। সকাল ৮টা ১৭ মিনিটে তাঁর এক্স পেজ থেকে তিনি বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন হিন্দি ভাষায়। তবে মোদীও মন্দের উপর ভালর জয়ের বার্তা দিয়েছেন। মোদী লিখেছেন, ‘‘দেশ জুড়ে আমার পরিবারের সমস্ত সদস্যকে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি।’’

Advertisement

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও বিজয়া দশমী এবং দশেরার জোড়া শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তবে এক্স হ্যান্ডলে তিনি দু’টি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন মঙ্গলবার সকাল ৯টা ৪২ এবং ৯টা ৫০ মিনিটে। প্রথমে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে তার পর দশেরার শুভেচ্ছা জানিয়েছেন বাংলার রাজ্যপাল। বাংলার মানুষকে রাজ্যপাল লিখেছেন, ‘‘মা দুর্গা যেন আমাদের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি দেন।’’ দশেরার শুভেচ্ছায় রাজ্যপাল বোস লেখেন, ‘‘রামের আশীর্বাদ আমাদের জীবনকে আনন্দময় করে তুলুক।’’

তবে এঁদের মধ্যে সবার প্রথম বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকাল ৭টা ৪২ মিনিটে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তাঁর শুভেচ্ছাবার্তাটি। হিন্দি হরফে শাহ লিখেছেন, ‘‘বিজয়া দশমী আমাদের মনে করায়, অন্ধকার যতই গাঢ় হোক সত্যের আলোর উন্মোচন হবেই। আশা করি, ভগবান রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন