মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
কলকাতা লাগোয়া নতুন উপনগরী নিউ টাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস নতুন দফতর খুলতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)-র তরফে ইতিমধ্যেই ‘বেঙ্গল সিলিকন ভ্যালি’র ২০ একর জমিতে টিসিএসের প্রথম পর্যায়ের (ফেজ় ওয়ান) ভবন নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছে।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু’টি পর্যায়ে (ফেজ়) গড়ে উঠবে টিসিএসের প্রকল্প। তিনি লিখেছেন, ‘‘প্রথম পর্যায়ে, ১১তলা অফিস টাওয়ার-সহ ন’লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে। যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হওয়ার পরে, ক্যাম্পাসে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’’
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা।
এনকেডিএ সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা কিংবা ডেটা সেন্টার সংক্রান্ত শিল্পের জন্য নিউ টাউনের গুরুত্ব ক্রমশ বাড়ছে। গত তিন বছরে প্রায় ৩০টি তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা সংক্রান্ত কাজের জন্য সাড়ে ছ’লক্ষ বর্গমিটারের বেশি জমি বরাদ্দ হয়েছে সেখানে। রাজ্যে সামগ্রিক ভাবে শিল্প-বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি ঘটেছে গত কয়েক বছরে। সেই দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী মঙ্গলবার লিখেছেন, ‘‘যাঁরা ধারাবাহিক ভাবে বাংলাকে অপমান করেন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের অগ্রগতিকে তাচ্ছিল্যের চোখে দেখেন, তাঁদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম।’’