বিশ্ববিদ্যালয় স্তরেও চালু হচ্ছে কন্যাশ্রী

শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২০জন কন্যাশ্রী-ছাত্রীকে প্রতিকূলতা পেরিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য পুরস্কৃত করা হল। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কন্যাশ্রী-৩ প্রকল্পের ঘোষণা করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০৩:৩৬
Share:

উদ্‌যাপন: কন্যাশ্রী প্রকল্পের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও ভারতে ইউনিসেফ-এর প্রতিনিধি ইয়াসমিন আলি হক। নেতাজি ইন্ডোরে। ছবি: রণজিৎ নন্দী

স্কুল-কলেজের ছাত্রীদের পাশাপাশি এ বার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনল রাজ্য সরকার।

Advertisement

শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২০জন কন্যাশ্রী-ছাত্রীকে প্রতিকূলতা পেরিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য পুরস্কৃত করা হল। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কন্যাশ্রী-৩ প্রকল্পের ঘোষণা করলেন।

কলেজ পার করে কন্যাশ্রী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করতে চাইলে তার জন্যও এ বার অর্থ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘৪৫ শতাংশ নম্বর পেয়ে তার পর কন্যাশ্রী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলে সরকার তাঁদের প্রতি মাসে আড়াই হাজার টাকা দেবে। একই নম্বর

Advertisement

পেয়ে কলা শাখায় পড়াশোনা করলে মাসে দু’ হাজার টাকা করে দেওয়া হবে। এর ফলে একেবারে ছোট্টবেলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা তাদের নিয়ে যাব।’’

আরও পড়ুন: বন্যার ঘাটালে উদ্ধারে ব্যর্থ বায়ুসেনার হেলিকপ্টার

কন্যাশ্রী প্রকল্পে ছাত্রীরা ১৮ বছর পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে সরকার থেকে তাঁদের এককালীন ২৫ হাজার টাকা দেয়। এর পর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কন্যাশ্রী-৩ তাঁদের বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার কথায়, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘোষণা, পরিকল্পনা, রচনা ও তার সঠিক বাস্তবায়নকে মালার মতো গেঁথে এ রাজ্যের মেয়েদের জীবনে পরিপূর্ণতা নিয়ে এসেছেন। কন্যাশ্রী-৩ এর মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পও পূর্ণতা পেল।’’

ইতিমধ্যে গবেষণার ক্ষেত্রে ইউজিসি টাকা বন্ধ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। গবেষণারত ছাত্রছাত্রীদের ওই তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে। এ দিন ঘুরেফিরে মুখ্যমন্ত্রীর কথায় রাষ্ট্রপুঞ্জে সম্প্রতি কন্যাশ্রীর পুরস্কৃত হওয়ার প্রসঙ্গ এসেছে। তিনি বলেছেন, ‘‘আজ কন্যাশ্রীর মেয়েদের দ্বিতীয় জয়ের দিন। প্রথম জয় যে দিন ইউনাইটেড নেশনস থেকে পুরস্কার পেলাম। সেটা আজ কন্যাশ্রীর মেয়েদের উদ্দেশে উৎসর্গ করছি। এর আগেও কন্যাশ্রী অনেক পুরস্কার পেয়েছে। সর্বশ্রেষ্ঠ হল বিশ্বসেরার পুরস্কারটি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন