Holiday

বাজপেয়ীর মৃত্যুতে শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে

আইসিএসই-র তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকার যেমন সিদ্ধান্ত নেবে, সেই রাজ্যে তাদের অনুমোদিত স্কুলগুলি সেই নীতিই অনুসরণ করবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আইসিএসই স্কুলগুলিতে শুক্রবার অর্ধদিবস ছুটি। যদিও সিবিএসই এখনও ছুটি নিয়ে কিছু জানায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ২৩:৪৫
Share:

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও আজ, শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থাৎ অর্ধেক দিনের পর ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি স্কুল, কলেজ ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। পাশাপাশি বিভিন্ন সরকারি অফিসও ছুটি হয়ে যাবে অর্ধদিবস কাজের পর। শুক্রবার সকালেই জারি করা হবে বিজ্ঞপ্তি।

Advertisement

আইসিএসই-র তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকার যেমন সিদ্ধান্ত নেবে, সেই রাজ্যে তাদের অনুমোদিত স্কুলগুলি সেই নীতিই অনুসরণ করবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আইসিএসই স্কুলগুলিতে শুক্রবার অর্ধদিবস ছুটি। যদিও সিবিএসই এখনও ছুটি নিয়ে কিছু জানায়নি।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক পালন করতে পশ্চিমবঙ্গ ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যও ছুটি ঘোষণা করেছে। পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে কর্নাটক, তামিলনাড়ু, পঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিসগঢ়, হরিয়ানা, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্য। শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, সরকারি দফতরে ছুটি ঘোষণা করেছে বিহার সরকারও।

Advertisement

নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার যে-ভাবে শোক পালন করবে, সেই অনুযায়ী শোক পালিত হবে রাজ্যেও। এখানেও ২২ অগস্ট পর্যন্ত সব সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনও সরকারি উৎসব-অনুষ্ঠান হবে না। আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানান, রাজ্যের নির্দেশিকা মানবে তাঁদের স্কুল।

আরও পড়ুন: অটলবিহারীর প্রয়াণে স্তব্ধ দেশ, ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন