Disaster Relief Fund

বিপর্যয় মোকাবিলায় ভাবনা নয়া তহবিলের

প্রশাসনের একাংশের বক্তব্য, এখনকার আর্থিক পরিস্থিতির কারণেই কি এমন পদক্ষেপ করতে হচ্ছে নবান্নকে!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৯:৩৩
Share:

ত্রাণ তহবিলের ভাবনা মমতার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিপর্যয় মোকাবিলায় এ বার ত্রাণ তহবিল গড়ার কথা ভাবছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, শেষপর্যন্ত এখনকার পরিকল্পনা বজায় থাকলে শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করা হবে। সেক্ষেত্রে শুধু উত্তরবঙ্গের জন্যই তা সীমাবদ্ধ থাকবে না। আধিকারিকদের একাংশেরবক্তব্য, যে ত্রাণ তহবিল রাজ্য গড়বে, তাতে সরকারের নির্দিষ্ট অ‍্যাকাউন্ট নম্বরে ইচ্ছা মতো অনুদান বা আর্থিক সহায়তা পাঠাতে পারবেন সাধারণ মানুষ। ঠিক যেমন হয়েছিল কোভিড পরিস্থিতিতে। তখনও রাজ্য এমন তহবিল গড়ে সাধারণের থেকে আর্থিক সহায়তা চেয়েছিল।

প্রশাসনের একাংশের বক্তব্য, এখনকার আর্থিক পরিস্থিতির কারণেই কি এমন পদক্ষেপ করতে হচ্ছে নবান্নকে! যদিও আধিকারিকদের অপর একটি অংশ জানাচ্ছেন, একের পর এক বিপর্যয়ে বিপুল আর্থিক দায়ভার বহন করতে হচ্ছে রাজ্যকে। তার উপর রয়েছে বিভিন্ন প্রকল্পের আর্থিক চাপ। কেন্দ্রের থেকেও যথাযথ সহায়তা মিলছে না। এই অবস্থায় এই পদক্ষেপ ছাড়া রাজ্যের উপায় ছিল না। তবে প্রশাসনের অন্দরের খবর, বিপর্যয় মোকাবিলা নিয়ে পৃথক তহবিল রয়েছে (এসডিআরএফ)। তা দিয়ে ক্ষয়ক্ষতি বা ক্ষতিপূরণ দেওয়ার কাজ হয়ে থাকে। এসডিআরএফ তহবিলে ৭৫% থাকে কেন্দ্রীয় অর্থ এবং বাকি ২৫% রাজ্যের। মোট তহবিল অঙ্কের ১০% নিজস্ব নির্বাচিত ক্ষেত্রে খরচ করতে পারে রাজ্য, তবে তা বিপর্যয় সংক্রান্ত ঘটনায়। সেই সূত্রে মোট ১৪টি ক্ষেত্র এর তালিকাভুক্ত হয়েছে সম্প্রতি। তাতে তারই ১০ শতাংশের হিসেবে প্রায় ৭০৩.৫০ কোটি টাকা ১৩টি দফতরের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন