‘আদিখ্যেতা’ দেখছেন দিলীপ

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও বলেন, ‘‘রাজস্থানের ওই ঘটনাটি চূড়ান্ত অসংবেদনশীল এবং হিংসাত্মক। দিলীপ ঘোষদের চোখের চামড়ায় সেটা ধরা পড়ছে না।’’ কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীর বক্তব্য, ‘‘এমন নিম্ন মানের কথা কোনও রাজনীতিবিদ বলতে পারেন, তা অকল্পনীয়। দিলীপবাবুর মন্তব্য অমানবিক ও নৃশংস।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম ও কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ০৪:১৮
Share:

দিলীপ ঘোষ।

আফরাজুল হত্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে ‘আদিখ্যেতার রাজনীতি’ করার অভিযোগ তুললেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সে কথা শুনে বিরোধীদের বক্তব্য, মনুষ্যত্ব এবং সংবেদনশীলতার অভাব না হলে এমন উক্তি করা যায় না।

Advertisement

ঝাড়গ্রামে রবিবার দলীয় কর্মিসভার আগে দিলীপবাবু বলেন, ‘‘যে কোনও হিংসা-হত্যাই দুর্ভাগ্যজনক। কিন্তু সেটা নিয়ে পশ্চিমবাংলায় যে ধরনের রাজনীতি হচ্ছে, মনে হচ্ছে, এখানে আর কোনও ঝুটঝামেলাই হয় না। যিনি মারা গিয়েছেন, তিনি সংখ্যালঘু। তাই আদিখ্যেতা-ন্যাকামির রাজনীতির চূড়ান্ত হচ্ছে।’’ দিলীপবাবুর আরও অভিযোগ, রাজ্যে নিয়মিত খুন হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অনেকে খুন হচ্ছেন। কিন্তু ওই সব ক্ষেত্রে তৃণমূল বা কংগ্রেস নেতারা নিহতের বাড়িতে যাচ্ছেন না।

জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘দিলীপ ঘোষের মনুষ্যত্ব নেই। উনি বর্বর। যে দলটা উনি করেন, তারা মানুষের পাশে না দাঁড়িয়ে জাতপাত তুলে বিভেদ তৈরি করে।’’ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এ দিন রাজস্থান-কাণ্ডের প্রসঙ্গে বলেন, ‘‘ওই ঘটনা আমার জেলায় বলে কাউকে রেয়াত করতাম না।’’

Advertisement

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও বলেন, ‘‘রাজস্থানের ওই ঘটনাটি চূড়ান্ত অসংবেদনশীল এবং হিংসাত্মক। দিলীপ ঘোষদের চোখের চামড়ায় সেটা ধরা পড়ছে না।’’ কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীর বক্তব্য, ‘‘এমন নিম্ন মানের কথা কোনও রাজনীতিবিদ বলতে পারেন, তা অকল্পনীয়। দিলীপবাবুর মন্তব্য অমানবিক ও নৃশংস।’’

ঝাড়গ্রামে এ দিন দিলীপবাবু আরও জানান, দলে নবাগত মুকুল রায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা লাভবান হচ্ছেন। মুকুলের হাত ধরে তৃণমূলের নিচু স্তরের বহু কর্মী বিজেপি-তে আসছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন