Governor CV Ananda Bose

২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল বোস, অস্ত্রোপচারের পর সুস্থ

হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসার পর এখন সুস্থ রাজ্যপাল। চিকিৎসায় সাড়া মিলেছে। আপাতত রাজ্যপাল বোসের শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার মাত্রা— সবই স্বাভাবিক রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ০৯:৫৪
Share:

রাজ্যপাল সিভি আনন্দ বোস। — ফাইল চিত্র।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২২ এপ্রিল হার্টে ‘ব্লকেজ’ নিয়ে ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানে ২৩ দিন ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার সকালে ছাড়া পেয়েছেন তিনি।

Advertisement

হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসার পর এখন সুস্থ রাজ্যপাল। চিকিৎসায় সাড়া মিলেছে। আপাতত রাজ্যপাল বোসের শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার মাত্রা— সবই স্বাভাবিক রয়েছে। তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকালেই রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হাসপাতাল থেকে রাজভবনে ফিরেছেন রাজ্যপাল বোস। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিকিৎসকেরা আপাতত রাজ্যপালকে বিশেষ খাটাখাটনি করতে নিষেধ করেছেন।

মুর্শিদাবাদ সফর সেরে ফেরার পর গত ২১ এপ্রিল আচমকাই অসুস্থ বোধ করেন রাজ্যপাল বোস। তড়িঘড়ি খবর দেওয়া হয় চিকিৎসকদের। রাজভবনে এসে তাঁরা রাজ্যপালের স্বাস্থ্যপরীক্ষা করেন। তার পরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শেই রাজ্যপালকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২১ তারিখ প্রথমে অনেকেই দাবি করেছিলেন, চিকিৎসকেরা স্বাস্থ্যপরীক্ষা করে রাজ্যপালের একাধিক ‘হার্ট ব্লকেজ’-এর কথা জানতে পেরেছেন। পরে রাজভবন সেই দাবি নস্যাৎ করে জানায়, বুকে নয়, কাঁধে সামান্য ব্যথা অনুভব করেছিলেন রাজ্যপাল। যদিও পরদিন রাজ্যপালের হার্টে ‘ব্লকেজ’-এর খবর পাওয়া যায়। ২২ এপ্রিল তাঁকে কমান্ড হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের এক হাসপাতালে। এত দিন সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement