ফেসবুক বন্ধে হলফনামা রাজ্যের

ওই ফেসবুক বন্ধের নির্দেশের উপরে উচ্চ আদালতের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বক্তব্য বৃহস্পতিবার হলফনামার আকারে পেশ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৭
Share:

ব্যক্তিবিশেষের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়নি। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পক্ষে উদ্দেশ্যমূলক প্রচার ঠেকাতেই দার্জিলিঙের একটি সংবাদপত্রের ‘ফেসবুক’ অ্যাকাউন্ট বন্ধ করার উদ্যোগ চলছিল বলে কলকাতা হাইকোর্টে হলফনামায় জানিয়ে দিল রাজ্য সরকার। তাদের বক্তব্য, পাহাড়ে হিংসা যাতে না-ছড়ায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

Advertisement

ওই ফেসবুক বন্ধের নির্দেশের উপরে উচ্চ আদালতের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বক্তব্য বৃহস্পতিবার হলফনামার আকারে পেশ করা হয়েছে। এ দিন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর আদালতে ওই হলফনামা পেশ করেন রাজ্যের সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন মামলার বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।

ওই আইনজীবী জানান, কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ওই ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানায়। ম্যাজিস্ট্রেট অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়ায় কেন্দ্রীয় তথ্য মন্ত্রককে তা জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রকই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তাঁদের মক্কেলের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় ফেসবুক-কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা করেন। অ্যাকাউন্ট বন্ধের উপরে স্থগিতাদেশ দেন বিচারপতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন