HS Result

WB HS Result: রেকর্ড পাশ উচ্চ মাধ্যমিকে, তবে কমল ভাল নম্বরের হার

২০২০ সালে ‘ও’ গ্রেড পেয়েছিলেন ৩০ হাজারের বেশি ছাত্রছাত্রী। অর্থাৎ এ বছরের তুলনায় প্রায় ৪ গুণ বেশি।

Advertisement
শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৬:৫১
Share:

ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।

পাশের হার বাড়লেও ‘ভাল’ রেজাল্টের সংখ্যা কমল উচ্চ মাধ্যমিকে। ৮০ থেকে ১০০ শতাংশ পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা এ বছর গত বারের তুলনায় অনেকটাই কম। যদিও সর্বোচ্চ প্রাপ্ত নম্বরে রেকর্ড হয়েছে। এই প্রথম উচ্চ মাধ্যমিকের ৫০০-র মধ্যে সর্বোচ্চ ৪৯৯ পেলেন কোনও পরীক্ষার্থী। রেকর্ড হয়েছে পাশের হারেও।

Advertisement

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেন। মহুয়া জানান, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছেন। তবে কমেছে ‘ও’ গ্রেড পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা। মোট ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জনের মধ্যে ৯ হাজার ১৩ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। যেখানে ২০২০ সালে ‘ও’ গ্রেড পেয়েছিলেন ৩০ হাজারের বেশি ছাত্রছাত্রী। অর্থাৎ এ বছরের তুলনায় প্রায় ৪ গুণ বেশি।

গ্রাফিক— শৌভিক দেবনাথ

প্রাপ্ত নম্বর যাঁদের ৮০-৮৯ শতাংশ সেই ‘এ প্লাস’ গ্রেড পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যাও কমে প্রায় অর্ধেক হয়েছে। গত বছর ৮৪ হাজার ৭৪৬ জন ‘এ প্লাস’ পেয়েছিলেন। এ বছর সেই সংখ্যা কমে হয়েছে ৪৯ হাজার ৩৭০। বদলে বেড়েছে ‘বি প্লাস’ গ্রেড অর্থাৎ ৬০-৭৯ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা।

Advertisement

বৃহস্পতিবার উচচমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদেরও প্রশংসা করেছেন মমতা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগে একটি প্রশ্নই ঘুরে ফিরে উঠছিল, তা হল মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কি পাশের হার ১০০ শতাংশ হবে? মাধ্যমিকের পাশের হার নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। উচ্চ মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ না হলেও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ৯৭.৭০ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন এ বার। এর মধ্যে কলা বিভাগে ৯৮.৪৭ শতাংশ, বিজ্ঞান বিভাগে ৯৯.২৮ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৯৯.০৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন