Swapan Dasgupta

‘রেশনে বৈষম্য রাজ্যে’, স্বপনের চিঠি কেন্দ্রকে, আসানসোলে কী হচ্ছে? পাল্টা জ্যোতিপ্রিয়

রেশন দোকানে যে খাদ্যসামগ্রী পৌঁছচ্ছে, তা রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত বা ওই দলের অনুগতদের মধ্যেই মূলত বিলি করা হচ্ছে— স্বপন এমনও জানিয়েছেন রামবিলাসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ২২:০৪
Share:

স্বপন দাশগুপ্ত ও জ্যোতিপ্রিয় মল্লিক।—ফাইল

রেশন বণ্টন নিয়ে বিরোধী শিবির থেকে অভিযোগ তোলা হচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। যতটা খাদ্যসামগ্রী প্রত্যেকের প্রাপ্য, ততটা অনেকেই পাচ্ছেন না এবং রেশন দোকানগুলোয় রাজ্যের শাসক দলের নেতারা ‘মাতব্বরি’ করছেন বলে বিজেপি, কংগ্রেস, বামেদের তরফ থেকে তোপ দাগা হচ্ছিল। কিন্তু এ বার আর সেই মৌখিক তোপে থেমে থাকল না বিতর্ক। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের রেশন বণ্টনের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানালেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। পাল্টা আক্রমণে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, ‘‘ওঁর শুধু বাঙালি পদবীটাই রয়েছে, বাংলা সম্পর্কে কিছুই জানেন না।’’

Advertisement

প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, দু’জনেরই প্রিয়পাত্র হিসেবে পরিচিত বাঙালি সাংসদ স্বপন। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের নানা ইস্যু নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এ বার লকডাউনের মাঝে রেশন বণ্টন নিয়ে অভিযোগ উঠতেই ফের আসরে নামলেন তিনি। দেশের খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানকে শুক্রবার চিঠি লিখলেন তিনি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক রং দেখে রেশন বণ্টন হচ্ছে বলে সে চিঠিতে তিনি দাবি করলেন।

লকডাউন চলাকালীন রেশন দোকান থেকে যতটা করে অতিরিক্ত খাদ্যসামগ্রী এক এক জনের পাওয়া উচিত, বিরাট সংখ্যক মানুষকে তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে— চিঠিতে লিখেছেন স্বপন দাশগুপ্ত। রেশন দোকানে যে খাদ্যসামগ্রী পৌঁছচ্ছে, তা রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত বা ওই দলের অনুগতদের মধ্যেই মূলত বিলি করা হচ্ছে— স্বপন এমনও জানিয়েছেন রামবিলাসকে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে, তার জন্য রামবিলাসকে চিঠিতে অনুরোধ করেছেন রাজ্যসভার ওই সাংসদ।

Advertisement

আরও পড়ুন: চাহিদা তুঙ্গে, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির অনুমতি পেল বেঙ্গল কেমিক্যালস

স্বপন দাশগুপ্তর এই অভিযোগ অবশ্য পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন, ‘‘স্বপনবাবু বাংলার কোনও খবর রাখেন না, তিনি বাংলার বিষয়ে কিছুই জানেন না।’’ রাজ্যের শাসক দল রেশন বণ্টনে বৈষম্য করছে বলে স্বপন যে অভিযোগ তুলেছেন, তা নস্যাৎ করে জ্যোতিপ্রিয় পাল্টা আক্রমণ করেছেন দেশের শাসক দল বিজেপি-কে। তাঁর কথায়, ‘‘স্বপনবাবু একটু খোঁজ নিয়ে দেখুন যে, ব্যারাকপুরে অর্জুন সিংহ কী করছেন বা আসানসোলে বাবুল সুপ্রিয় কী করছেন। বাবুল সুপ্রিয়র এলাকায় রেশন দোকান থেকে বিজেপির লোকেরা চাল তুলে নিয়ে গিয়ে নিজেদের নাম করে বিলি করছেন। সে সব খোঁজ কি স্বপন দাশগুপ্ত রাখেন?’’ জ্যোতিপ্রিয় আরও বলেন, ‘‘আমাদের দলের যে ছেলেদের নামে অভিযোগ উঠেছিল, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছি। চাল নিয়ে যাওয়ার অভিযোগ যাঁর বিরুদ্ধে উঠেছিল, তাঁর কাছ থেকে চাল ফিরিয়ে এনেছি। স্বপনবাবু সে সব খবর রাখেন না। ওঁর বড় বড় কথা না বলাই ভাল।’’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ল ১২, বাংলায় ৮৯ জনের শরীরে করোনা

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন