West Bengal

Bengal Lockdown: রবিবার থেকে রাজ্যে কী কী একেবারে বন্ধ, কী কী কত ক্ষণ খোলা, জেনে নিন এক নজরে

জরুরি পরিষেবা ছাড়া, সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখা হচ্ছে। লোকাল ট্রেনের সঙ্গে বাস, মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৩:২১
Share:

ফাইল চিত্র।

রাজ্যে করোনা মোকাবিলায় এ বার আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। ১৬ মে থেকে ৩০ মে, অর্থাৎ ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করল নবান্ন।

Advertisement

শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখা হচ্ছে। লোকাল ট্রেনের সঙ্গে এ বার বাস, মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না বলেও নবান্ন সূত্রে খবর।

১৬ থেকে ৩০ মে রাজ্যে কী খোলা কী বন্ধ, দেখে নিন এক নজরে।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন