West Bengal Municipal Election 2020

পুরভোটের প্রচারে বিজেপির নয়া স্লোগান

১ মার্চ শহিদ মিনারে দলীয় সভা করতে আসবেন শাহ। সেই মঞ্চ থেকে এই স্লোগান এবং নির্বার্চনী প্রচারের জন্য পাঁচটি গানের অডিও এবং ভিডিও প্রকাশ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২০
Share:

প্রতীকী ছবি

‘আর নয়, আর নয়’— এই স্লোগানে রাজ্য জুড়ে দলের পুরপ্রচারকে বাঁধতে চলেছে বিজেপি। কলকাতায় দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভামঞ্চ থেকেই এই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করবেন দলীয় নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বলেন, ‘‘তৃণমূল রাজ্যে এইরকমই পরিস্থিতি তৈরি করেছে যে কারণে এই স্লোগান সামনে রেখেই আমরা নির্বাচনে যাব।’’

Advertisement

১ মার্চ শহিদ মিনারে দলীয় সভা করতে আসবেন শাহ। সেই মঞ্চ থেকে এই স্লোগান এবং নির্বার্চনী প্রচারের জন্য পাঁচটি গানের অডিও এবং ভিডিও প্রকাশ করা হবে। এই স্লোগানের ব্যাখ্যা দিয়ে দিলীপবাবু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা চলছে। মহিলাদের উপর অত্যাচার, খুন ইত্যাদি হচ্ছে। অথচ এ সব নিয়ে পুলিশের কাছে গেলেও কোনও প্রতিকার হচ্ছে না। তৃণমূল সম্পর্কে মানুষের মনোভাব ঠিক এইরকম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন