ঝড়বৃষ্টির দুপুরে বসে গেল ফরাক্কা

মুর্শিদাবাদের ফরাক্কায় এমনিতে ৫০০ মেগাওয়াটের দু’টি ইউনিট বন্ধ রেখে পুরনো চারটি ইউনিট চালানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে পঞ্চম ইউনিটও চালু করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০৩:৩৮
Share:

ছবি: গৌতম প্রামাণিক

সরবরাহ লাইনের গোলযোগে শুক্রবার দুপুরে বন্ধ হয়ে গেল এনটিপিসি-র ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই। তবে তাতে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিষেবা কিছু ক্ষণের জন্য খানিক ধাক্কা খেলেও বড়সড় সমস্যা হয়নি।

Advertisement

মুর্শিদাবাদের ফরাক্কায় এমনিতে ৫০০ মেগাওয়াটের দু’টি ইউনিট বন্ধ রেখে পুরনো চারটি ইউনিট চালানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে পঞ্চম ইউনিটও চালু করা হয়। কিন্তু শুক্রবার দুপুর ২টো নাগাদ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে সেটি অচল হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই একে-একে বন্ধ হয়ে যায় বাকি চারটি ইউনিটও। বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এনটিপিসি প্ল্যান্ট। নেমে আসে অন্ধকার।

কেন এই বিভ্রাট, তা প্রথমে বোঝা যাচ্ছিল না। পাওয়ার গ্রিডে সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু পাওয়ার গ্রিড কর্পোরেশনের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁদের ব্যবস্থায় কোনও সমস্যা হয়নি। বিকল্প উপায়ে প্ল্যান্টে বিদ্যুতের ব্যবস্থা করে বিকেলে গ্রিডের ইঞ্জিনিয়ারেরা কাজে লাগেন। সন্ধে নাগাদ বোঝা যায়, সরবরাহের ‘সুইচার সিস্টেম’-এ সমস্যা হয়েছে। তা সারাতে কাজ
শুরু হয়।

Advertisement

এই বিভ্রাটের জেরে রাজ্যে বিদ্যুৎ সরবরাহে যে বিশেষ প্রভাব পড়েনি তার কারণও ওই ঝড়বৃষ্টিই। কারণ, আবহাওয়া খানিক ঠান্ডা হয়ে যাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের বহু জেলাতেই বিদ্যুতের চাহিদা অনেকটা কমে যায়। তাই বিদ্যুতের বিশেষ ঘাটতি হয়নি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এক কর্তা জানান, সামান্য যা ঘাটতি হয়েছিল, তা নিজেদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকেই পুষিয়ে নেওয়া গিয়েছে।

ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের মুখ্য জনসংযোগ আধিকারিক শৈবাল ঘোষ জানান, রাতের মধ্যেই পরিস্থিতি সামলে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে বলে তাঁদের আশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement