বাংলা ‘বাঁচাতে’ দিল্লি থেকে মঞ্চ বিজেপির

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের জের টেনে এ বার দিল্লিতে ‘বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ নামে মঞ্চ তৈরি করতে উদ্যোগী হয়েছে বিজেপি। যার লক্ষ্য— প্রবাসী বাঙালিদের কাছে টেনে তাঁদের মারফত পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেদের কাছে পৌঁছনো এবং ধীরে ধীরে তৃণমূল সরকারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০৩:২১
Share:

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের জের টেনে এ বার দিল্লিতে ‘বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ নামে মঞ্চ তৈরি করতে উদ্যোগী হয়েছে বিজেপি। যার লক্ষ্য— প্রবাসী বাঙালিদের কাছে টেনে তাঁদের মারফত পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেদের কাছে পৌঁছনো এবং ধীরে ধীরে তৃণমূল সরকারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করা।

Advertisement

এই উদ্যোগের মুখবন্ধ হিসাবে শনিবার কলকাতার আইসিসিআর-এ বাঙালি বিদ্বজ্জনেদের নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান বিষয়ক একটি আলোচনাসভায় বক্তৃতা করেন ওই সংস্থার অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। স্বপনবাবু এবং অনির্বাণবাবু জানান, পঞ্চায়েত ভোটের ফলে তাঁরা মনে করছেন, এ রাজ্যে বিজেপি দাগ কাটতে শুরু করেছে। তার উপর দাঁড়িয়ে আরও এগনোর জন্যই এই উদ্যোগ।

তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপি-র এই উদ্যোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি-র তো বিদ্বজ্জন সংগঠন আছেই! যা খুশি করতেই পারে! এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন