West Bengal News

রেলে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ, ধৃত মুকুল রায়ের শ্যালক

শুক্রবার রাতে তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। আজ, শনিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৭:৫০
Share:

ধৃত সৃজন রায়। ছবি সৌজন্য ফেসবুক।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক সৃজন রায়।

Advertisement

শুক্রবার রাতে তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। আজ, শনিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। ব্যারাকপুর আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৬০-৭০ জনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা তোলার অভিযোগ ওঠে সৃজনের বিরুদ্ধে। সূত্রের খবর, মুকুল রায় রেলমন্ত্রী থাকাকালীন বহু লোককে চাকরি দেওয়ার নামেতিনি প্রতারিত করেছেন বলে অভিযোগ। মুকুল রায়ের মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেওপ্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের দাবি।

Advertisement

শুধু প্রতারণা নয়, সৃজনের নামে উত্তর ২৪ পরগনার বীজপুর-সহ একাধিকথানায় বিভিন্ন বিষয়ে মামলা রয়েছে বলেও দাবি পুলিশের। গত দেড় বছর ধরে তিনি দিল্লিতেই থাকতেন। শ্যালকের গ্রেফতারি ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এ দিন মুকুল রায় বলেন, ‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement