West Bengal News

বাংলার দায়িত্বে গৌরব গগৈ, অপসৃত জোশীর বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রদেশ কংগ্রেসের

দায়িত্বের হাতবদলে বেশ খুশি প্রদেশ কংগ্রেস। সি পি জোশী সম্পর্কে ক্ষোভ প্রকাশ্যেই জানাচ্ছেন একাধিক নেতা। সদ্য প্রাক্তন পর্যবেক্ষকের বিরুদ্ধে মন্তব্যে করতে গিয়ে একটুও রাখঢাক করছেন না অনেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১৬:৪৮
Share:

বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ।—ফাইল চিত্র।

দায়িত্বের হাতবদল। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে দেখভালের ভার থেকে অব্যাহতি দেওয়া হল সি পি জোশীকে। তাঁর জায়গায় এলেন গৌরব গগৈ।

Advertisement

এআইসিসির তরফে রবিবার বিজ্ঞপ্তি জারি করেছেন সাধারণ সম্পাদক অশৌক গহলৌত। পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সাংগঠনিক পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অবিলম্বে জোশীকে অব্যাহতি দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে। আর বিজ্ঞপ্তি জারি হওয়ার মুহূর্ত থেকেই পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব।

কয়েক মাস আগেই শেষ হয়েছে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। এ বারের সম্মেলনে আর এআইসিসি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হননি রাজস্থানের নেতা তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী সি পি জোশী। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল জোশীকে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরানো হতে পারে।

Advertisement

আরও পড়ুন: মোদী-বৈঠকের পরে হাসিনার মুখে ইন্দিরা

অসমের কলিয়াবর লোকসভা কেন্দ্রের সাংসদ গৌরব গগৈ হলেন রাহুল ঘনিষ্ঠ তরুণ ব্রিগেডের অন্যতম সদস্য। সর্বভারতীয় নেতৃত্বের তরফ থেকে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে কংগ্রেসের কিছু সাংগঠনিক কাজ দেখভাল করার দায়িত্ব গৌরব আগেই পেয়েছিলেন। এ বার তাঁকে বাংলা ও আন্দামানের পর্যবেক্ষক করা হল।

বাংলার পর্যবেক্ষক ছিলেন প্রায় পাঁচ বছর। কিন্তু সি পি জোশী একেবারেই সময় দেননি বাংলাকে। বলছেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা। —ফাইল চিত্র।

দায়িত্বের হাতবদলে বেশ খুশি প্রদেশ কংগ্রেস। সি পি জোশী সম্পর্কে ক্ষোভ প্রকাশ্যেই জানাচ্ছেন একাধিক নেতা। সদ্য প্রাক্তন পর্যবেক্ষকের বিরুদ্ধে মন্তব্যে করতে গিয়ে একটুও রাখঢাক করছেন না অনেকেই।

আরও পড়ুন: নোটবন্দিতে লাভটা কী হল আমজনতার? এ বার প্রশ্ন নীতীশেরও

ওমপ্রকাশ মিশ্র বললেন, ‘‘প্রায় পাঁচ বছর জোশী পশ্চিবঙ্গের দায়িত্বে ছিলেন। হাতে গুণে বলে দেওয়া যায়, ক’দিন তিনি বাংলায় এসেছেন। একদমই সময় দিতেন না। ওঁকে নিয়ে আমরা খুব অস্বস্তিতেই ছিলাম। পর্যবেক্ষক বদল হওয়া অত্যন্ত জরুরি ছিল।’’

আর এক কংগ্রেস নেতা ঋজু ঘোষালের কথায়, ‘‘গৌরব গগৈ তরুণ নেতা, উৎসাহ-উদ্দীপনা অনেক বেশি। বাংলার কংগ্রেসের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগও রয়েছে। ফলে এআইসিসি-র এই সিদ্ধান্তে উপকারই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement