State News

মধ্যমগ্রামে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রীতি বিশ্বাস (২৫)। মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ  প্রীতির স্বামী ও শাশুড়িকে আটক করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৮ ১৯:৩২
Share:

মধ্যমগ্রাম থানার চিত্তরঞ্জন কলোনি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার রাতের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রীতি বিশ্বাস (২৫)। মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ প্রীতির স্বামী ও শাশুড়িকে আটক করেছে।

মৃতার বাপের বাড়ির তরফে জানানো হয়, মাস পাঁচেক আগে ওই এলাকার বাসিন্দা সুজিত বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় প্রীতির। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত। শুধু তাই নয় তাঁকে মারধরও করা হত বলে অভিযোগ প্রীতির বাপের বাড়ির লোকেদের।

Advertisement

আরও পড়ুন: গুলিতে জখম নির্দল প্রার্থী

আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement