State News

অণ্ডালে ৪ বার নেমে-উঠে যন্ত্র পরীক্ষা হল বিমানের

শুক্রবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে দিয়ে এ ভাবেই পরীক্ষা করানো হল দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)। সূত্রের খবর, সবুজ সঙ্কেত পেয়ে শনিবার থেকেই ওই যন্ত্র ব্যবহার করা যাবে। এ দিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান নামার কথা অণ্ডালে।

Advertisement

সুনন্দ ঘোষ

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৫:৩০
Share:

খালি বিমান নিয়ে রানওয়ে ছেড়ে চার বার উড়ে ওই রানওয়েতেই ফিরে এলেন পাইলট।

Advertisement

শুক্রবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে দিয়ে এ ভাবেই পরীক্ষা করানো হল দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)। সূত্রের খবর, সবুজ সঙ্কেত পেয়ে শনিবার থেকেই ওই যন্ত্র ব্যবহার করা যাবে। এ দিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান নামার কথা অণ্ডালে।

মাটির ২৫০০ মিটার উপর থেকে রানওয়ে দেখতে পেলে তবেই নামার কথা বিমানের। রানওয়েতে যদি আইএলএস থাকে, তা হলে দৃশ্যমানতা কমে ৮৫০ মিটার হয়ে যায়। দেশের বেশির ভাগ বিমানবন্দরেই ওই যন্ত্র বসানো রয়েছে।

Advertisement

ইদানীং সকালের দিকে দক্ষিণবঙ্গে আকাশ কালো করে বৃষ্টি নামছে। হঠাৎই কমে যাচ্ছে দৃশ্যমানতা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিমান নেমেছে অণ্ডালে। তখন আইএলএস ছিল না। সূত্রের খবর, এ বার প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর কথা ভেবেই যুদ্ধকালীন প্রস্তুতিতে শনিবার অণ্ডালে আইএলএস চালু করা হচ্ছে।

জানা গিয়েছে, অণ্ডালের আইএলএস-এর একটি অংশে ত্রুটি ছিল। এয়ার ইন্ডিয়ার বিমান সপ্তাহে চার দিন দিল্লি থেকে অণ্ডাল নামছে। তাকেও আড়াই কিলোমিটার উপর থেকে রানওয়ে পরিষ্কার দেখে তবে নামতে হচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের পূর্বাঞ্চলের অধিকর্তা কুন্দনলাল শর্মা শুক্রবার বলেন, ‘‘আগেই আইএলএস চালু করে দেওয়ার কথা ছিল। সমস্যা ছিল। এখন সেটা মিটে গিয়েছে।’’

সূত্রের খবর, গত মাসে বিমান এসেছিল আইএলএস পরীক্ষা করতে। কিন্তু তখন পাশ করেনি অণ্ডাল। ২২ মে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে চিঠি লিখে আইএলএস ব্যবহার করার অনুমতি চাওয়া হয়। ডিজিসিএ ২৪ মে, বৃহস্পতিবার চিঠি দিয়ে জানায়, এয়ার ইন্ডিয়ার পাইলট যদি পাঁচ বার সেই আইএলএস ব্যবহার করে সন্তুষ্ট হন, তা হলে ব্যবহার করা যাবে।

অণ্ডালের রানওয়ে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে বিস্তারিত। যন্ত্রটি বসানো হয়েছে দক্ষিণ-পূর্বের দিকে। শুক্রবার সকাল ৮টায় এয়ার ইন্ডিয়ার এয়ারবাস ৩১৯ বিমানের পাইলট ৮৪ জন যাত্রী নিয়ে অণ্ডালের আকাশে পৌঁছে জানান, তিনি দক্ষিণ-পূর্ব থেকে আইএলএস ব্যবহার করে নামতে চান। সেই পদ্ধতি মেনে রানওয়ে ছোঁয়ার পরে যাত্রীদের নামিয়ে খালি বিমান নিয়ে আরও চার বার ওঠানামা করেন তিনি। আর সে জন্য ৮৬ জন যাত্রী দু’ঘণ্টার বেশি অপেক্ষা করলেন অণ্ডাল বিমানবন্দরে। সকাল ১০টার পরে যাত্রীদের নিয়ে দিল্লি উড়ে যায় বিমানটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন