মে দিবসে ভোট, দরবার কমিশনে, রাজভবনেও

শ্রমিক দিবসেই কেন রাজ্যে পঞ্চায়েত ভোট হবে, সেই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০২:৩৫
Share:

প্রতীকী ছবি।

সারা বিশ্বে ১ মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই দিনেই কেন রাজ্যে পঞ্চায়েত ভোট হবে, সেই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। কমিশনের কাছে শ্যামল চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, রমেন পাণ্ডেদের দাবি, মে দিবসের পরিবর্তে অন্য দিন ভোট ধার্য করা হোক। শ্যামলবাবু বলেন, ‘‘১ মে যে সব এলাকায় ভোট নেই, সেখান থেকে শ্রমিকেরা এসে কমিশনের সামনে অবরোধ করবেন। এখানেই শ্রমিক দিবস পালিত হবে!’’ ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষও কমিশনকে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন, ১ মে ভোটের দিন রাখার অর্থ শ্রমিকদের অর্জিত অধিকারকে অসম্মান করা। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে গিয়ে সোমবার এই বিষয়টি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তাঁর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন মে দিবসটা সিপিএমের ব্যাপার, তা হলে ভুল করছেন! এর সঙ্গে সিপিএম, কংগ্রেস বা কোনও দলের সম্পর্ক নেই। আন্তর্জাতিক বিষয় এটা।’’ রাজ্য সরকার মে দিবসে ভোটের জন্য ২ মে ছুটি ঘোষণা করেছে। ওই সিদ্ধান্তেরও কড়া প্রতিবাদ জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement