প্রথাভাঙা সমাবর্তনের নিন্দা প্রস্তাব

দলের রাজ্য কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, শান্তিনিকেতনের পরম্পরা ভেঙে সমাবর্তনের মঞ্চে রাজনৈতিক প্রচারের ঢঙে বক্তৃতা করেছেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৪:১৫
Share:

ফাইল চিত্র।

বিশ্বভারতীর সমাবর্তন ‘রাজনৈতিক প্রচারে’র মঞ্চ হয়ে উঠেছিল বলে অভিযোগ করে নিন্দা প্রস্তাব নিল ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটি। দলের রাজ্য কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, শান্তিনিকেতনের পরম্পরা ভেঙে সমাবর্তনের মঞ্চে রাজনৈতিক প্রচারের ঢঙে বক্তৃতা করেছেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবর্তনের মাঝে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গিয়েছে। আচার্যকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপাচার্যের বদলে হাজির হয়ে গিয়েছেন বিজেপি নেতারা। আবার সমাবর্তন মঞ্চে প্রথা ভেঙে স্থান দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এই গোটা ঘটনাই রবীন্দ্রনাথের স্বপ্নের প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং রবীন্দ্র অনুরাগীদের আঘাত দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে প্রস্তাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement