State News

জুতো-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা

মহিলাকে জুতোর মালা পরিয়ে নিগ্রহে অভিযুক্ত বাগডুবির যুব তৃণমূল নেতা সঞ্জীব কুইল্যা ওরফে লক্ষ্মীকে সোমবার গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালত ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতেই চায়নি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৪:০০
Share:

ধৃত সঞ্জীব কুইল্যা। নিজস্ব চিত্র

মহিলাকে জুতোর মালা পরিয়ে নিগ্রহে অভিযুক্ত বাগডুবির যুব তৃণমূল নেতা সঞ্জীব কুইল্যা ওরফে লক্ষ্মীকে সোমবার গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালত ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতেই চায়নি পুলিশ। অভিযুক্তের জামিনের আবেদন খারিজ হয়েছে। দিন কয়েকের মধ্যে কবিতা দাস নামে ওই নিগৃহীতা আদালতে গোপন জবানবন্দি দেবেন।

Advertisement

তিন অভিযুক্তের একজন ধরা পড়েছে জেনে কিছুটা স্বস্তিতে কবিতা। তাঁর কথায়, ‘‘আশা করি, বাকি দু’জনকেও দ্রুত গ্রেফতার করা হবে। ওদের উপযুক্ত শাস্তি হোক, এটাই চাই।’’ মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির বক্তব্য, ‘‘ওই ঘটনা সমর্থনযোগ্য নয়। আইন আইনের পথে চলবে।’’ পুলিশ সূত্রের দাবি, প্রাথমিক জেরায় ধৃতের থেকে তথ্য মিলেছে। তাই আর হেফাজতে চাওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement