মামলা গোপন রেখেছিল রাজ্য পুলিশ, অভিযোগ

সিবিআইয়ের যুক্তি, তারা সেই সময়ে ওই মামলার কথা জানলে কলকাতাতেই রোজ ভ্যালি নিয়ে তদন্ত শুরু করতে পারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৬
Share:

রাজ্য পুলিশের বিরুদ্ধে দুর্গাপুরে রোজ ভ্যালির একটি মামলা গোপন রাখার অভিযোগ তুলল সিবিআই।

বেআইনি অর্থ লগ্নি সংস্থার মামলার তদন্তভার সুপ্রিম কোর্ট সিবিআইকে দেওয়ার সাত মাস আগে দুর্গাপুরে রোজ ভ্যালি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। রাজ্য পুলিশ মামলা হস্তান্তরের সময়ে ওই মামলার কথা জানায়নি বলে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামায় অভিযোগ করেছে সিবিআই।

Advertisement

সিবিআইয়ের লিখিত অভিযোগের মূল তির, বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর অন্যতম প্রধান রাজীব কুমারের বিরুদ্ধে। অভিযোগ, রোজ ভ্যালিকে আড়াল করতেই ওই মামলার কথা সিবিআইকে জানানো হয়নি। ঘনিষ্ঠ মহলে অবশ্য রাজীব জানিয়েছেন, তিনি সেই সময়ে বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন। ফলে, দুর্গাপুরে দায়ের হওয়া মামলা সম্পর্কে তাঁর জানার কথা ছিল না।

সিবিআইয়ের যুক্তি, তারা সেই সময়ে ওই মামলার কথা জানলে কলকাতাতেই রোজ ভ্যালি নিয়ে তদন্ত শুরু করতে পারত। এ রাজ্যে রোজ ভ্যালি নিয়ে অভিযোগ না পেয়ে শেষে ভুবনেশ্বর থেকে ওই মামলার তদন্ত শুরু করতে হয়েছে। সিবিআই পরে দুর্গাপুরে করা ওই অভিযোগের কথা জানতে পারে। হলফনামায় সিবিআই জানিয়েছে, দুর্গাপুরে ২০১৩ সালের ৪ অক্টোবর ওই অভিযোগ দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্ট অর্থ লগ্নি সংস্থার মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল, ২০১৪ সালের ৯ মে।

Advertisement

হলফনামায় সিবিআইয়ের দাবি, রোজ ভ্যালি নিয়ে মামলা ভুবনেশ্বরে হওয়ায় তদন্তের কাজে অসুবিধা হয়েছে। ‘প্রভাবশালী’দের প্রতিবার এখান থেকে ভুবনেশ্বর নিয়ে যেতে হয়েছে। এখানকার অফিসারদের বার বার সেখানে যেতে হয়েছে। সিবিআইয়ের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে কলকাতায় ধৃত গৌতম কুণ্ডু রয়েছেন এ রাজ্যের জেলেই। তদন্তের স্বার্থে তাঁকেও বহুবার নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে।

সিবিআইয়ের অভিযোগ, প্রায় ৩০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রোজ ভ্যালি ঘিরে। ওড়িশার বহু জায়গায় এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন