পটেল জয়ন্তীতে ইউজিসি-কে ‘না’ পার্থের

সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন পালনের কেন্দ্রীয় কর্মসূচি পালন করবে না রাজ্য সরকার। আগামী ৩১ অক্টোবর পটেলের জন্মদিন উপলক্ষে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের প্রস্তাব পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০৩:২৫
Share:

পার্থ চট্টোপাধ্যায়

সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন পালনের কেন্দ্রীয় কর্মসূচি পালন করবে না রাজ্য সরকার। আগামী ৩১ অক্টোবর পটেলের জন্মদিন উপলক্ষে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের প্রস্তাব পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি তা পালন করবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

সর্দার পটেলের জন্মদিনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার সারা দেশেই বিশেষ কর্মসূচি নিয়েছে। তারই অঙ্গ হিসাবে ইউজিসি-র তরফে বিশ্ববিদ্যালগুলিকে কয়েকটি কর্মসূচি পালন করতে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী অবশ্য বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামীদের সামনে রেখে বিজেপির এই রাজনৈতিক মেরুকরণে আমরা থাকব না। তা ছাড়া, কোনও কর্মসূচি নিয়ে আগে সরকারের সঙ্গে কথা বলা উচিত।’’ সরাসরি বিশ্ববিদ্যালয়কে কেন চিঠি পাঠানো হয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ইউজিসি-র সচিব রজনীশ জৈন চিঠি দিয়ে জানিয়েছেন, ঐক্য, সংহতি ও সুরক্ষার মতো বিষয়গুলিতে জোর দিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ‘রান ফর ইউনিটি’-তে অংশ নিন। এই বিষয়ে বিতর্ক, প্রশ্নোত্তর প্রতিযোগিতাও করতে বলা হয়েছে। সেই সঙ্গে এনসিসি বা সেনা অফিসারদের ডেকে আলোচনাসভা আয়োজনের কথাও রয়েছে ইউজিসি-র প্রস্তাবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন