College Admission

বুধবারের মধ্যে সামাজিক বিন্যাসের তথ্য দিতে হবে, কলেজে ভর্তি নিয়ে সময়সীমা জানিয়ে দিল রাজ্য সরকার

অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। হাই কোর্টের ওই নির্দেশের উপরে গত সপ্তাহেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২০:৩৫
Share:

কলেজে ভর্তির বিষয়ে মঙ্গলবারের মধ্যে তথ্য আপডেট করার সময় দিল রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। —প্রতীকী চিত্র।

কলেজে ভর্তির ক্ষেত্রে সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য জানানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। যাঁরা এখনও স্নাতকস্তরে ভর্তির জন্য সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য দেননি, তাঁদের মঙ্গলবারের মধ্যে এই ভর্তির পোর্টালে তা উল্লেখ করে দিতে হবে। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা সংসদ।

Advertisement

অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। হাই কোর্টের ওই নির্দেশের উপরে গত সপ্তাহেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওই স্থগিতাদেশের পরে এ বার কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে বিবৃতি দিল রাজ্য সরকার।

বিবৃতিতে জানানো হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়ার জন্য গত ১৭ জুন অভিন্ন পোর্টাল চালু করা হয়। সুপ্রিম কোর্টের ২৮ জুলাইয়ের নির্দেশের পরে, ২৯ জুলাই থেকেই ওই পোর্টালে সামাজিক শ্রেণিবিন্যাস সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। পড়ুয়াদের এসএমএস, ইমেল এবং ফোন করে এই বিষয়ে জানানো হয়েছে। এ অবস্থায় এখনও যাঁরা সামাজিক শ্রেণিবিন্যাস সংক্রান্ত তথ্য পোর্টালে সংযোজন করেননি, তাঁদের মঙ্গলবারের মধ্যে ( রাত ১১টা ৫৯মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে) তা করে ফেলতে বলা হয়েছে। এই প্রক্রিয়া শেষ করে মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা সংসদ।

Advertisement

উচ্চশিক্ষা সংসদ এ-ও জানিয়ে দিয়েছে, মঙ্গলবার পর্যন্তই এই তথ্য সংযোজনের সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে যাঁরা সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য পোর্টালে জানাবেন না, তাঁদের ‘ডিফল্ট’ হিসাবে চিহ্নিত করা হবে। পরবর্তী সময়ে এটি আর পরিবর্তন বা আপডেট করা যাবে না। তাই পড়ুয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement