West Bengal Government Employees

রাজ্যের সরকারি কর্মীরাও শারদীয়া উৎসবের কারণে মাস শেষের আগে বেতন পাবেন, পেনশন পয়লায়

সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন নির্ধারিত সময়ের আগেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৮
Share:

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় সরকারের পরে এ বার রাজ‍্য সরকারও পুজোর ছুটির আগেই বেতন, সাম্মানিক, মজুরি ও পেনশন দেওয়ার কথা ঘোষণা করল। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে।

Advertisement

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪-২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন, সাম্মানিক, মজুরি দেওয়া হবে। পেনশন দেওয়া হবে ১ অক্টোবর। লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলার মতো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পগুলির প্রাপকেরাও ১ অক্টোবর অনুদানের টাকা পাবেন বলে জানিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন নির্ধারিত সময়ের আগেই। বার্তা দেওয়া হয় আগামী ২৬ সেপ্টেম্বরই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা। সাধারণত প্রত্যেক মাসের শেষ দিনে বেতন দেওয়া হয়। তবে এ বছর দুর্গাপুজোর ছুটির দীর্ঘ তালিকা এবং উৎসবের মরসুমের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকারও তাদের কর্মীদের শারদোৎসবের আবহে আগাম বেতন দেওয়ার ঘোষণা করল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement